ইন্দোনেশিয়া ওপেন থেকে সিন্ধুর বিদায়। —ফাইল চিত্র
ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় পিভি সিন্ধুর। স্ট্রেট গেমে হেরে গেলেন চিনের হি বিং জিয়াওয়ের কাছে। ম্যাচের ফল ১৪-২১, ১৮-২১। হেরে গিয়েছেন সাই প্রণীতও।
এই প্রতিযোগিতার সাত নম্বর বাছাই সিন্ধু এই বছর সৈয়দ মোদী আন্তর্জাতিক এবং সুইস ওপেন জিতেছিলেন। ইন্দোনেশিয়া ওপেনে তিনি হারলেন বিশ্ব ক্রমতালিকায় নবম স্থানে থাকা জিয়াওয়ের বিরুদ্ধে। এর আগে তাঁকে দশ বার হারালেও মঙ্গলবার পারলেন না। প্রণীতও স্ট্রেট সেটে হেরেছেন। ডেনমার্কের হান্স-ক্রিশ্চিয়ান সোলবার্গ ভিত্তিনঘুসের বিরুদ্ধে হেরেছেন তিনি। ম্যাচের ফল ১৬-২১, ১৯-২১।
কমনওয়েলথ গেমস শুরু জুন মাসে। তার আগে ইন্দোনেশিয়া ওপেনের প্রথম রাউন্ডে হারের ফলে সিন্ধুর কাছে ম্যাচ খেলার সুযোগ কমে গেল। মঙ্গলবার শুরু থেকেই সিন্ধুর উপর চেপে বসেছিলেন জিয়াও। ১১-৪ ব্যবধানে এগিয়ে ছিলেন তিনি। ব্রেকের পর আক্রমণাত্মক ভাবে খেলতে শুরু করেন সিন্ধু। টানা চার পয়েন্ট জিতে নেন তিনি। কমিয়ে ফেলেন ব্যবধান। কিন্তু জয় অধরাই থেকে যায়। পরের গেমে আশা করা হয়েছিল সিন্ধু নিজেকে উজার করে দেবেন। কিন্তু জিয়াও এগিয়ে যান ৫-১ ব্যবধানে। শেষ হাসি হাসেন তিনিই।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।