মেয়েদের সিঙ্গলস থেকে এ দিন বিদায় নিয়েছেন ভারতের শ্রীকৃষ্ণপ্রিয়া কুদারভলি। দ্বিতীয় বাছাই কোরীয় আন সেইয়ংয়ের কাছে ৫-২১, ১৩-২১ ফলে হেরে। এ দিকে, সিন্ধুরই এ দিনের ম্যাচে বেশির ভাগ সময় প্রাধান্য ছিল। বিশেষ করে প্রথম গেমে। একসময় ফল নিজের পক্ষে ১৬-৯ করে ফেলেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
লড়াই: প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও শ্রীকান্ত। ফাইল চিত্র
চলতি কোরিয়া ওপেনের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পি ভি সিন্ধু ও কিদম্বি শ্রীকান্ত। বুধবার দু’জনই জিতেছেন স্ট্রেট গেমে।
দু’টি অলিম্পিক্স পদকের মালিক সিন্ধু ২১-১৫, ২১-১৪ হারান যুক্তরাষ্ট্রের লরেন ল্যামকে। দক্ষিণ কোরিয়ার সাঞ্চিয়নে শ্রীকান্তের প্রতিপক্ষ ছিলেন মালয়েশিয়ার ড্যারেন লিউ। যিনি এই মুহূর্তে বিশ্বের ৩৫ নম্বর। তাঁর বিরুদ্ধে খেলে ভারতীয় তারকা ম্যাচ বার করেন ২২-২০, ২১-১১ ফলে।
প্রতিযোগিতার তৃতীয় বাছাই সিন্ধু এখানে খেলতে এসেছেন সুইস ওপেনে (সুইৎজ়ারল্যান্ড ওপেন) চ্যাম্পিয়ন হয়ে। প্রি-কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ জাপানের আয়া ওহোরি। বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো পাওয়া পঞ্চম বাছাই শ্রীকান্তের পরবর্তী প্রতিদ্বন্দ্বী ইজ়রায়েলের মিশা জ়িলবারম্যান।দক্ষিণ কোরিয়ার বিখ্যাত পালমা স্টেডিয়ামে পুরুষ বিভাগের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টিও। প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়েছে ভারতের অন্য ডাবলস জুটি এম আর অর্জুন ও ধ্রুব কপিলা। চিরাগরা হারান কোরিয়ার তায় ইয়াং শিন এবং ওয়াং চ্যান জুটিকে। ফল ২১-১৬, ২১-১৫।
চিরাগরা এখানে তৃতীয় বাছাই। দ্বিতীয় রাউন্ডে তাঁদের সামনে সিঙ্গাপুরের হি ইয়ং কাই টেরি এবং লোহ কিন হিন জুটি। অর্জুনদের কাজটা অবশ্য এ বার বেশ কঠিন। তাঁদের লড়াই দ্বিতীয় বাছাই ইন্দোনেশীয় জুটি মহম্মদ আহসান ও হেন্দ্রা সেতিওয়ানের বিরুদ্ধে।
মেয়েদের সিঙ্গলস থেকে এ দিন বিদায় নিয়েছেন ভারতের শ্রীকৃষ্ণপ্রিয়া কুদারভলি। দ্বিতীয় বাছাই কোরীয় আন সেইয়ংয়ের কাছে ৫-২১, ১৩-২১ ফলে হেরে। এ দিকে, সিন্ধুরই এ দিনের ম্যাচে বেশির ভাগ সময় প্রাধান্য ছিল। বিশেষ করে প্রথম গেমে। একসময় ফল নিজের পক্ষে ১৬-৯ করে ফেলেন তিনি। দ্বিতীয় গেমে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।