Swiss Open

সুইস ওপেনে সহজে দ্বিতীয় রাউন্ডে সিন্ধু, জয় শ্রীকান্তের

মরসুমে এটাই প্রথম জয় সিন্ধুর। শেষ তিনটি প্রতিযোগিতাতেই প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন তিনি। এর মধ্যে অল ইংল্যান্ডে প্রথম রাউন্ডে হারও রয়েছে। কিন্তু এই ম্যাচে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেন সিন্ধু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৩ ০৮:৫৮
Share:

পি ভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। ফাইল চিত্র।

সুইস ওপেনে সহজ জয় দিয়েই শুরু করলেন পি ভি সিন্ধু। এই প্রতিযোগিতায় গত বারের চ্যাম্পিয়ন ২১-৯, ২১-১৬ হারিয়েছেন জেনজিরা স্ট্যাডেলম্যানকে। মাত্র ৩২ মিনিটেই খেলা শেষ করে দেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা।

Advertisement

মরসুমে এটাই প্রথম জয় সিন্ধুর। শেষ তিনটি প্রতিযোগিতাতেই প্রথম রাউন্ডে হেরে গিয়েছেন তিনি। এর মধ্যে অল ইংল্যান্ডে প্রথম রাউন্ডে হারও রয়েছে। কিন্তু এই ম্যাচে আগ্রাসী ভঙ্গিতে শুরু করেন সিন্ধু। এগিয়ে যান ৬-৪ ফলে। প্রথম বিরতিতে এগিয়ে ছিলেন ১১-৬। বিরতির পরে টানা চারটি পয়েন্ট ছিনিয়ে নেন তিনি। এর পরে আর মাত্র তিনটি পয়েন্ট হারিয়ে প্রথম গেম জিতে নেন সিন্ধু।

দ্বিতীয় গেমে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা স্ট্যাডেলম্যান দারুণ শুরু করেন। ৬-২ এগিয়ে যান তিনি। কিন্তু দুর্দান্ত ভঙ্গিতেই প্রত্যাবর্তন ঘটান সিন্ধু এবং দ্বিতীয় গেমও জিতে নেন। দ্বিতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ারদিনার বিরুদ্ধে খেলবেন তিনি। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কিদম্বি শ্রীকান্ত, এইচ এস প্রণয়, মিঠুন মঞ্জুনাথেরা। ডাবলসে সাত্বিক-চিরাগ জুটিও প্রথম ম্যাচ জিতেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement