উদ্বিগ্ন: অবিলম্বে সিদ্ধান্ত নিক আইওসি, চান গোপীচন্দ। ফাইল চিত্র
টোকিয়ো অলিম্পিক্স পিছিয়ে দেওয়ার দাবিতে সরব পিভি সিন্ধুর কোচ পুল্লেলা গোপীচন্দ। করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে সারা বিশ্বে বিভিন্ন খেলা বন্ধ। পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। বাতিল হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। বন্ধ ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সেরি আ থেকে চ্যাম্পিয়ন্স লিগ। তা হলে অলিম্পিক্স কেন পিছনো হবে না, প্রশ্ন প্রাক্তন ব্যাডমিন্টন তারকার।
টোকিয়ো অলিম্পিক্স শুরু হওয়ার কথা ২৪ জুলাই। শেষ ৯ অগস্ট। কিন্তু এই অতিমারি এতটাই ছড়িয়ে গিয়েছে যে সারা বিশ্বে দুই লক্ষেরও বেশি সংক্রমিত। মৃতের সংখ্যা আট হাজারেরও বেশি। তবুও আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) বুধবার জানিয়ে দিয়েছে, সূচি মেনেই অলিম্পিক্স আয়োজনের চেষ্টা করা হবে।
যা শুনে গোপীচন্দের প্রতিক্রিয়া, ‘‘অলিম্পিক্স নিয়ে অনেক প্রশ্ন আছে। ক্রমশ এগিয়ে আসছে উদ্বোধনের তারিখ। আয়োজন করার প্রস্তুতিও নেওয়া শুরু করতে হবে। আইওসি-র উচিত, অবিলম্বে তাদের সিদ্ধান্ত ঘোষণা করা। তা হলে অ্যাথলিটেরাও সেই অনুযায়ী প্রস্তুত হতে পারবে।’’
গোপীচন্দ আরও বলেন, ‘‘বর্তমান পরিস্থিতি খুবই সঙ্কটজনক। প্রত্যেকটি দেশের চিন্তা, কী করে নিজেদের সুরক্ষিত রাখা যায়। একটি দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ ব্যবস্থাও আগের জায়গায় নেই। সবার মধ্যেই করোনা আতঙ্ক কাজ করছে। এই পরিস্থিতিতে অলিম্পিক্স পিছিয়ে দিলেই ভাল হয়।’’
অলিম্পিক্স আদৌ পিছনো হবে কি না ঠিক নেই। ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন। তারই মাঝে অ্যাথলিটদের প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আইওসি। যা নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করেছেন পারুপল্লি কাশ্যপ। লিখেছেন, ‘‘আইওসি আমাদের ট্রেনিং চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। কিন্তু কোথায়? কী করে? সেগুলোর উত্তর পাওয়া যায়নি। আইওসি আমাদের সঙ্গে নিশ্চয়ই মস্করা করছে তাই না?’’
মার্চের শুরুতে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ বন্ধ না করে বিতর্কে জড়িয়েছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশন (বিডব্লিউএফ)। এমনকি সাইনা নেহওয়ালও বলেছিলেন, সুরক্ষার পরোয়া না করে ব্যবসাবৃদ্ধির লক্ষ্যে এগিয়েছে বিডব্লিউএফ। একই সুরে সুর মেলালেন গোপীচন্দ, ‘‘একেবারেই ভুল সিদ্ধান্ত। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপ আয়োজন করার আগে খেলোয়াড়দের শারীরিক অবস্থার কথাও ভেবে দেখা উচিত ছিল।’’
প্রতিবাদের পরে ১২ এপ্রিল পর্যন্ত সব প্রতিযোগিতা স্থগিত রেখেছে বিডব্লিউএফ। এমনকি অলিম্পিক্স যোগ্যতা অর্জন পর্বের সূচিও পরিবর্তনের প্রস্তাব উঠেছে। গোপীচন্দ যদিও বলছিলেন, ‘‘বিডব্লিউএফও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সিদ্ধান্ত যাই হোক, সমালোচনা হবে। যোগ্যতা অর্জন পর্বের সূচি পরিবর্তন করলে অনেক কিছু নিয়েই
সমস্যা হতে পারে।