ছবি রয়টার্স।
ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপ এখনও কমেনি। এর মাঝেই বিপুল পরিমাণ লোককে নিয়ে নববর্ষের পার্টি করতে চলেছেন নেমার। ব্রাজিলের সংবাদ মাধ্যমে প্রকাশিত এই খবরে হইচই পড়ে গিয়েছে।
জানা গিয়েছে, নেমারের বন্ধু এবং সেলিব্রিটি মিলিয়ে প্রায় ৫০০ জনের সেই পার্টিতে আসার কথা। রিওর থেকে ১০৫ কিমি দূরে মাঙ্গারিতিবাতে সেই পার্টি হবে।
কিন্তু খবর প্রকাশ্যে আসার পরেই তার বিরোধিতা করেছে অনুষ্ঠানের আয়োজকের দায়িত্বে থাকা সংস্থা। তাদের দাবি, ৫০০ নয়, ওই অনুষ্ঠানে আসার কথা ১৫০ জনের। করোনা-সংক্রান্ত যাবতীয় নিয়মকানুনও মেনে চলা হবে সেখানে। যদিও মাঙ্গারিতিবার স্থানীয় প্রশাসন বা নেমারের তরফে সরকারি কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: এটিকে মোহনবাগান ছেড়ে কেরলে কিবুর সংসারে শুভ ঘোষ
প্রসঙ্গত, ব্রাজিলের করোনা-আক্রান্তের সংখ্যা ৭৫ লক্ষ পেরিয়েছে, যা আমেরিকা এবং ভারতের পরেই বিশ্বে তৃতীয়। এ অবস্থায় নববর্ষের পার্টি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনুরাগীরা।
আরও পড়ুন: সাউদির ৩০০ টেস্ট উইকেট, জয় থেকে ৭ উইকেট দূরে নিউজিল্যান্ড