রোহিত শর্মা: এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব রোহিত। প্রথম ম্যাচে রানের খাতা খুলতে না পারলেও ক্যাপ্টেন রোহিতের বিকল্প এই মুহূর্তে নেই দলে।
শিখর ধবন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯০ রানের ঝাঁ চকচকে ইনিংস খেলেন শিখর। ফলে রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে দ্বিতীয় বাংলাদেশের বিরুদ্ধে দলে নিশ্চিত শিখর।
সুরেশ রায়না: নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে রায়নার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। তবে, প্রথম ম্যাচে ব্যাটে রানের খরা থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে রায়নার উপর ভরসা রাখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
মণীশ পাণ্ডে: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে মণীশের ব্যাট থেকে এসেছে ৩৭ রান। বাংলাদেশের বিরুদ্ধেও দলে সুযোগ পেতে চলেছেন তিনি।
দীনেশ কার্তিক: উইকেটরক্ষক হিসেবে দলে নিশ্চিত দীনেশ। টি২০ স্পেশ্যালিস্ট হিসেবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন তিনি। বিগত সিরিজগুলিতেও খারাপ পারফরম্যান্স ছিল না নাইট অধিনায়কের।
ঋষভ পন্থ: উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে দলে দীনেশ কার্তিক থাকলেও বাংলাদেশের বিরুদ্ধে দলে সুযোগ পেতে পারেন ঋষভ। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এমনটাই।
যুজবেন্দ্র চহাল: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র। দলের স্পিন বিভাগকে নেতৃত্ব দেওয়ার ভার থাকবে চহালের উপরই।
জয়দেব উনাদকট: নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন উনাদকট। তবে বাংলাদেশের বিরুদ্ধে তাঁকে আরও একটি সুযোগ দিতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওয়াশিংটন সুন্দর: প্রথম ম্যাচে ভারত হারলেও ভাল বল করে ছিলেন ওয়াশিংটন। মাত্র ২৮ রান খরচ করে নিয়েছিলেন ২টি উইকেট। এই ম্যাচে ওয়াশিংটনের দলে থাকা নিশ্চিত।
অক্ষর পটেল: প্রথম ম্যাচে দলে সুযোগ না পাওয়া অক্ষর ফিরতে পারেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে।
মহম্মদ সিরাজ: অক্ষরের মতো প্রথম ম্যাচে সুযোগ পাননি সিরাজও। তবে এই ম্যাচে দলে ফেরানো হতে পারে তরুণ এই পেসারকে।