রোহিত শর্মা: টুর্নামেন্টের তিনটি ম্যাচেই কথা বলেনি রোহিত শর্মার ব্যাট। এই ম্যাচে রোহিতের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় ভারত।
শিখর ধবন: রোহিতের ওপেনিং পার্টনার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম এগারোয় নিশ্চিত ধবন।
লোকেশ রাহুল: গত ম্যাচে বড় রান না পেলেও তিন নম্বরে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে।
সুরেশ রায়না: চলতি ত্রিদেশীয় সিরিজে ভাল ফর্মে না থাকলেও প্রথম এগারোয় বাংলাদেশের বিরুদ্ধে সুযোগ পেতে চলেছেন রায়না।
মণীশ পাণ্ডে: বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলের অন্যতম ভরসা হতে চলেছেন মণীশ পাণ্ডে।
দীনেশ কার্তিক: টি২০ ক্রিকেটার হিসেবে ইতিমধ্যেই খ্যাতি আদায় করেছেন দীনেশ। গত ম্যাচে অপরাজিত ৩৯ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি।
শার্দুল ঠাকুর: শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের মূল কারীগর ছিলেন শার্দুল। ওই ম্যাচে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছিলেন তিনি।
ওয়াশিংটন সুন্দর: গত ম্যাচে শার্দুলের মতোই বল হাতে চমক দিয়েছিলেন ওয়াশিংটন। ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নিয়েছিলেন তিনি।
দীপক হুডা: শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে বিজয় শঙ্কর একটি উইকেট পেলেও ৩ ওভারে দিয়েছিলেন ৩০ রান। বাংলাদেশের বিরুদ্ধে বিজয়ের পরিবর্তে দলে ফিরতে পারেন দীপক হুডা।
জয়দেব উনাদকট: তিন ম্যাচে পাঁচ উইকেট নিলেও অনেক রান খরচ করেছেন এই বাঁ-হাতি পেসার। তবে, জয়দেব থাকছেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে।
যুজবেন্দ্র চহাল: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে লিড স্পিনার হিসেবে দলে থাকছেন চহলাও।