Cricket

সিরিজ জয়ের লড়াইয়ে আজ দলে সঞ্জু-কুলদীপ? দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ

তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে। দেখে নিন তা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০১৯ ০৮:০৯
Share:
০১ ১২

হায়দরাবাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বিরাট কোহালির ব্যাটিং দাপটে ম্যাচ জিতেছিল ভারত। তিরুঅনন্তপুরমে ভারতের বোলিং আক্রমণকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ। আজ মুম্বইয়ে সিরিজ নির্ণায়ক ম্যাচ। তৃতীয় টি টোয়েন্টিতে ভারতের প্রথম এগারো কী হতে চলেছে।

০২ ১২

লোকেশ রাহুল: হায়দরবাদে দারুণ ব্যাটিং করলেও তিরুঅনন্তপুরমে লোকেশ রাহুল মাত্র ১১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। মুম্বইয়ে তাঁর ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন বিরাট কোহালি। কারণ শুরুর দিকে ক্যারিবিয়ানদের গোলাগুলি তো সামলাতে হবে লোকেশ রাহুলকেই।

Advertisement
০৩ ১২

রোহিত শর্মা: দুটো টি টোয়েন্টি হয়ে গেলেও রান পাননি রোহিত শর্মা। তৃতীয় টি টোয়েন্টির বল গড়াচ্ছে তাঁর ঘরের মাঠে। চেনা মাঠে ঝড় তুলতে দেখা যেতেই পারে রোহিতকে।

০৪ ১২

বিরাট কোহালি (অধিনায়ক): হায়দরবাদে বিধ্বংসী মেজাজে ধরা দিয়েছিলেন কোহালি। দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারত অধিনায়ক তিন নম্বরে পাঠান শিবম দুবেকে। নিজে যান চার নম্বরে। এই সিরিজে কোহালির সঙ্গে উইলিয়ামসের টক্কর চলছেই। মুম্বইয়ে আরও একটা উত্তেজক লড়াই দেখা যেতেই পারে।

০৫ ১২

শ্রেয়স আইয়ার: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচে শ্রেয়স আইয়ার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অবশ্য সে ভাবে সুযোগও পাননি তিনি। মুম্বইয়ে তিনি রানে ফিরতে চাইবেন।

০৬ ১২

সঞ্জু স্যামসন: উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ভুল করে চলেছেন ঋষভ পন্থ। ভুল থেকে শিক্ষা নিচ্ছেন না তিনি। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হতে পারে সঞ্জু স্যামসনকে। কারণ সঞ্জুকে এতদিন স্কোয়াডে রাখা হলেও তাঁকে খেলানো হচ্ছিল না। মুম্বইয়ে ভারতের উইকেটের পিছনে দাঁড়াতেই পারেন কেরলের এই উইকেট কিপার।

০৭ ১২

শিবম দুবে: দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তাঁর ব্যাটিং দেখে অনেকেরই মনে হয়েছে যুবরাজ সিংহ বুঝি ফিরে এসেছেন। কোহালি তাঁকে তিন নম্বরে পাঠিয়েছিলেন। অধিনায়ক যে ভুল সিদ্ধান্ত নেননি, তার প্রমাণ দিয়েছিলেন শিবম। মুম্বইয়ে ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে দেখা যেতেই পারে তরুণ অলরাউন্ডারকে। তৃতীয় ম্যাচেও তাঁর দিকে নজর থাকবে সবার।

০৮ ১২

রবীন্দ্র জাডেজা: বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। কিন্তু টেস্টে দারুণ ফর্মে ছিলেন তিনি। ব্যাট হাতেও ভরসা দেখিয়েছেন। প্রথম টি টোয়েন্টি ম্যাচে জাডেজা বল হাতে মাত্র একটি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে এক উইকেট নিলেও অনেক রান দেন তিনি। তৃতীয় টি টোয়েন্টিতে অন্য এক জাডেজাকে দেখতেই পারেন ক্রিকেটভক্তরা।

০৯ ১২

ওয়াশিংটন সুন্দর: টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত পাওয়ারপ্লে ওভারে বল করছেন দক্ষতার সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ওভার হাত ঘুরিয়ে ৩৪ রান দিয়ে মাত্র একটি উইকেট নেন তিনি। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ২৬ রান দিয়ে একটি উইকেট নেন। ফিল্ডিং করার সময়ে অবশ্য ক্যাচ ফস্কেছেন ওয়াশিংটন সুন্দর। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ওয়াশিংটন সুন্দর বল হাতে ওপেন করলেও অবাক হওয়ার থাকবে না।

১০ ১২

ভুবনেশ্বর কুমার: চোট সারিয়ে ফিরলেও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ভুবি। প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একটি উইকেটও তুলতে পারেননি তিনি। মুম্বইয়ে ভুবনেশ্বর কুমারকে বল হাতে আগুন ধরাতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

১১ ১২

দীপক চহার: বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। করেছিলেন হ্যাটট্রিক। হায়দরাবাদের প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিজের দ্বিতীয় ওভারেই তুলে নিয়েছিলেন উইকেট। কিন্তু, তার পরে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা নির্দয় হয়ে ওঠেন ভারতের বোলারদের উপরে। ৪ ওভারে তিনি দেন ৫৬ রান। দ্বিতীয় টি টোয়েন্টিতেও চহার মার খান। উইকেট পাননি। তৃতীয় টি টোয়েন্টিতে চহারের দিকে তাকিয়ে ক্রিকেটভক্তরা।

১২ ১২

কুলদীপ যাদব: যুজবেন্দ্র চহালকে বিশ্রাম দিয়ে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কুলদীপ যাদবকে সুযোগ দিতে পারেন বিরাট কোহালি। প্রথম টি টোয়েন্টিতে চহাল দুটো উইকেট নেন। দ্বিতীয় টি টোয়েন্টিতে চহালের ভেলকি আগেভাগেই ধরে ফেলেন ক্যারিবিয়ানরা। রান দিয়ে ফেলছেন তিনি। মুম্বইয়ের সিরিজ নির্ণায়ক ম্যাচে চহালের জায়গায় কুলদীপকে দেখা যেতেই পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement