পিআর শ্রীজেশ।
খুব রেগে ভারত অধিনায়ক। মালয়েশিয়া থেকে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে দেশে ফিরছিল ভারতীয় দল। এয়ার এশিয়া হঠাৎই শ্রীজেশের কাছে বেশি জিনিসের জন্য টাকা চেয়ে বসে। বলা হয়ে, যতটা জিনিস নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার থেকে বেশি রয়েছে শ্রীজেশের কাছে। তাতেই রেগে আগুন ভারত অধিনায়ক। কারণ, খেলার সরঞ্জাম ছাড়া আর বাড়তি কিছুই ছিল না তাঁর কাছে। যার জন্য এতদিন কখনও টাকা দিতে হয়নি। শ্রীজেশ এতটাই রেগে যান যে তিনি টুইট করে সে কথা জানান।
সেই বিমান সংস্থাকে ১৫০০ টাকা দিতে হয়েছে। নিয়ম অনুযায়ী ১৫ কেজি ওজন নিতে পারেন একজন যাত্রী। খেলার সরঞ্জামের জন্য তা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল। এমনিতেই হকি স্টিকের ওজন অনেকবেশি। এক একজনের কাছে একাধিক স্টিক থাকে। সেখানে গোলকিপারের সরঞ্জাম আরও বেশি। পুরো শরীর ঢাকা থাকে মোটা সরঞ্জাম দিয়ে। সঙ্গে মোটা প্যাড, গ্লাভস, হেলমেট। অন্যান্য প্লেয়ারদের থেকে অনেকবেশি। যার জন্য শ্রীজেশকে টাকা দিতে হল বিমান সংস্থাকে। শ্রীজেশ টুইটারে লেখেন, ‘‘আমি কি মেক আপ কিট নিয়ে ঘুরব? হাস্যকর।’’
শ্রীজেশের টুইট
আরও খবর
পাক বধের ট্রফি উরির শহিদদের উৎসর্গ সৃজেশের