আজ জিতলেই হংকংয়ে মুখোমুখি সিন্ধু-সাইনা

ইনা নেহওয়ালের লাগল প্রায় এক ঘণ্টা। পিভি সিন্ধু নিলেন তার প্রায় অর্ধেক সময়। হংকং ওপেন সুপার সিরিজের দ্বিতীয় রাউন্ডে উঠতে।

Advertisement
কোওলুন শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ০২:৫৮
Share:

ইনা নেহওয়ালের লাগল প্রায় এক ঘণ্টা। পিভি সিন্ধু নিলেন তার প্রায় অর্ধেক সময়। হংকং ওপেন সুপার সিরিজের দ্বিতীয় রাউন্ডে উঠতে।

Advertisement

রিও অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার পরে বুধবারই প্রথম ম্যাচ জিতলেন সাইনা। হাঁটুর অস্ত্রোপচারের পর তাঁর দ্বিতীয় টুর্নামেন্টে নেমে। তবে তাৎপর্যের, গত সপ্তাহে চিন ওপেন সুপার সিরিজ প্রিমিয়ারের প্রথম রাউন্ডে যাঁর কাছে হেরেছিলেন, এ দিন সেই তাইল্যান্ডের প্রন্তিপ বুরানাপ্রসার্তসুককে হারান সাইনা। পঞ্চম বাছাই ভারতীয় বিশ্বের ১২ নম্বর মেয়ের বিরুদ্ধে জিতেছেন ১২-২১, ২১-১৯, ২১-১৭। দ্বিতীয় রাউন্ডে সাইনার প্রতিদ্বন্দ্বী জাপানের সায়াকা সাতো।

সদ্য চিন ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু প্রথম রাউন্ডে বিশ্বের ১১৯ নম্বর ইন্দোনেশিয়ান সুসান্তো ইওসিকে উড়িয়ে দেন স্ট্রেট গেমে। ২১-১৩, ২১-১৬। দ্বিতীয় ম্যাচে অবশ্য রিও অলিম্পিক্সে রুপোজয়ী ভারতীয়র প্রতিপক্ষ বেশ ভাল। তিনি তাইপের সু চিং-এর বিশ্ব র‌্যাঙ্কিং ২৮। র‌্যাঙ্কিং অনুযায়ী সিন্ধু যেখানে ১১।

Advertisement

সাইনা-সিন্ধুর দু’জনেরই পরের রাউন্ড বৃহস্পতিবার। আর সেটা টপকাতে পারলেই ক্রীড়াসূচিতে একই অর্ধে থাকা দুই ভারতীয় কন্যা কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন শুক্রবার। যে ম্যাচের অপেক্ষায় গোটা ভারত কেন, বোধহয় গোটা বিশ্ব ব্যাডমিন্টন মহলই এখন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement