কী অপরাধ শারাপোভা, শুমাখারের
টেনিস তারকা মারিয়া শারাপোভা, ফর্মুলা ওয়ানে সাত বার বিশ্বজয়ী এবং বর্তমানে কোমায় থাকা প্রাক্তন ফর্মুলা ওয়ান রেসার মাইকেল শুমাখারের নামে অভিযোগ দায়ের হল গুরুগ্রামের থানায়। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, এই দুই তারকার নামাঙ্কিত আবাসন হওয়ার কথা ছিল গুরুগ্রামে। তা অনেকে আগাম বুকিংও করে রাখেন। কিন্তু এখনও সেটি তৈরি হয়নি।
দিল্লির বাসিন্দা শেফালি অগ্রবাল অভিযোগ দায়ের করেছেন থানায়। শারাপোভার নামাঙ্কিত টাওয়ারের একটি ফ্ল্যাট বুক করেছিলেন তিনি। তাঁর অভিযোগ, একটি টাওয়ারের নাম ছিল শুমাখারের নামেও। ২০১৬-য় এই কমপ্লেক্স তৈরি হওয়ার কথা থাকলেও তা তৈরিই হয়নি। শেফালির দাবি, আরও অনেক খ্যাতনামী এই প্রকল্পের সঙ্গে জড়িত। বিভিন্ন সময়ে তাঁরা এসে প্রচারও করে গিয়েছেন। শেফালি জানিয়েছেন, ৮০ লাখ টাকা প্রতারণা করা হয়েছে তাঁর সঙ্গে।
শেফালির দাবি, এই প্রকল্পের সঙ্গে শারাপোভার প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার দাবি করেছিলেন নির্মাতারা। এমনকী শারাপোভা ওই প্রকল্পের প্রচারে এসেছিলেন গুরুগ্রামে। সেখানে নির্মাতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেখানে একটি টেনিস অ্যাকাডেমিতে এবং খেলাধুলোর সরঞ্জামের বিপণী তৈরি করবেন। যদিও কিছুই দিনের আলো দেখেনি।