সই করা জার্সি প্রধানমন্ত্রীর (ডান দিকে) হাতে তুলে দিচ্ছেন বীনেশ ফোগাট (বাঁ দিকে) ও সাক্ষী মালিক। ছবি: পিটিআই
কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ভারতীয় প্রতিযোগীদের সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দিল্লিতে নিজের বাসভবনে পিভি সিন্ধু, সাক্ষী মালিকদের সঙ্গে দেখা করেন মোদী। তাঁদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রীর কথায়, ভারতের খেলাধুলোয় সুদিন এসে গিয়েছে।
এ বারের কমনওয়েলথ গেমসে ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ-সহ মোট ৬১টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। শুধু পদকের সংখ্যায় ভারতের সাফল্য মাপা উচিত নয় বলে মনে করেন মোদী। তিনি বলেন, ‘‘শুধু পদকের সংখ্যা দিয়ে আমাদের ক্রীড়াবিদদের সাফল্য বিচার করা যাবে না। অনেকে এক সেন্টিমিটারের জন্য পদক জিততে পারেনি। আমি জানি আগামী দিনে তারা পারবে। এটা সবে শুরু। ভারতের খেলাধুলোর সোনার দিন দরজায় কড়া নাড়ছে।’’
ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী ছবি: পিটিআই
এ বারের কমনওয়েলথ গেমসে মোট ১২টি খেলায় পদক জিতেছে ভারত। বিভিন্ন খেলায় ভারতীয় ক্রীড়াবিদরা নজর কেড়েছেন। মোদীর মতে, এর থেকেই বোঝা যাচ্ছে ভারতে খেলাধুলোর কতটা উন্নতি হয়েছে। তিনি বলেন, ‘‘যে খেলাগুলোতে আমরা শক্তিশালী ছিলাম সেগুলোতে আরও উন্নতি করার পাশাপাশি অনেক নতুন খেলায় ভাল করেছি। চারটে নতুন খেলায় পদক এসেছে। লন বোলে আমাদের দল নজর কেড়েছে। এর পরে অনেকে এই খেলায় উৎসাহ দেখাবে। হকিতে পুরনো গৌরব ফিরে এসেছে।’’
ভারতীয় মহিলা ক্রিকেট দলের সাফল্যকে বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতীয় বোলার রেণুকা সিংহের কথা আলাদা ভাবে বলেছেন তিনি। মোদী বলেন, ‘‘হরমনপ্রীতের নেতৃত্বে ভারত ক্রিকেটে সাফল্য পেয়েছে। রেণুকার সুইংয়ের জবাব কারও কাছে ছিল না। এত বড় বড় ক্রিকেটারের মাঝে সব থেকে বেশি উইকেট পাওয়া মুখের কথা নয়।’’
প্রধানমন্ত্রীকে বক্সিং গ্লাভস উপহার দিচ্ছেন নিখাত জারিন ছবি: পিটিআই
ভারতের স্বাধীনতার ৭৫ বছরে কমনওয়েলথের এই সাফল্যের জন্য ভারতীয় ক্রীড়াবিদদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্রীড়াবিদরাও তাঁদের সই করা জার্সি তুলে দিয়েছেন প্রধানমন্ত্রীর হাতে। কমনওয়েলথের পাশাপাশি দাবা অলিম্পিয়াডে ভারতীয় পুরুষ ও মহিলা দলকে ব্রোঞ্জ জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।