আমাদের খেলতে দিন, আদালতে আবেদন রাজস্থান ক্রিকেটারদের

রাজস্থান ক্রিকেট সংস্থা এখন আইনের এমন জটিল নাটকে জড়িয়ে যে, রাজ্যের ক্রিকেটারদের ভবিষ্যৎ রীতিমতো সংশয়ে। আর তাই নিজেদের রুটিরুজি বাঁচাতে নেমে পড়লেন ক্রিকেটাররা স্বয়ং।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৫
Share:

রাজস্থান ক্রিকেট সংস্থা এখন আইনের এমন জটিল নাটকে জড়িয়ে যে, রাজ্যের ক্রিকেটারদের ভবিষ্যৎ রীতিমতো সংশয়ে। আর তাই নিজেদের রুটিরুজি বাঁচাতে নেমে পড়লেন ক্রিকেটাররা স্বয়ং।

Advertisement

ভারতের হয়ে এক সময় টেস্ট খেলা পেসার পঙ্কজ সিংহের নেতৃত্বে রাজস্থানের গোটা রঞ্জি টিম সংশ্লিষ্ট সব পক্ষের কাছে আবেদন জানাল যে, রাজ্যের ক্রিকেট প্রশাসন সংক্রান্ত ঝামেলা মিটিয়ে নিতে। যাতে তাঁরা নিজেদের আয়ের রাস্তা ফিরে পান। ১১ এবং ১৪ সেপ্টেম্বর রাজস্থান সংস্থার মামলার শুনানি। তার আগে পঙ্কজদের আবেদন, ‘‘ভারতীয় বোর্ড, রাজস্থান সংস্থা আর বিশেষ করে আদালতের কাছে আমাদের আবেদন, আমাদের ভবিষ্যৎ নিয়ে যত দ্রুত সম্ভব একটা সিদ্ধান্তে আসুন।’’

২০১৩-এ অপসারিত আইপিএল কমিশনার ললিত মোদীকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করার জন্য রাজস্থান সংস্থাকে নির্বাসিত করে ভারতীয় বোর্ড। বিরোধী শিবির আবার সংস্থার অফিসে তালা-চাবিও লাগিয়ে দেয়। সব মিলিয়ে রঞ্জিজয়ী টিমের ভবিষ্যৎ মোটেও মসৃণ নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement