দু’ম্যাচে হেরেও আস্থা হারাননি খোয়াজারা

কোটলায় ম্যাচের নায়ক অবশ্যই উসমান খোয়াজা। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘‘সেঞ্চুরি করার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যদি দল জেতে। ভারতকে ওদের ঘরের মাঠে হারানো একেবারেই সহজ নয়। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। পরিবেশের সঙ্গে দ্রুত মানাতে পেরেছি আমরা।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০৪:১০
Share:

দুরন্ত: সেঞ্চুরি করে উচ্ছ্বাস খোয়াজার। কোটলায়। পিটিআই

অপ্রত্যাশিত ভাবে ভারতের মাটিতে ৩-২ ওয়ান ডে সিরিজ জেতার পরে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন সে দেশের প্রাক্তনরা। যেমন শেন ওয়ার্ন। কোটলায় অস্ট্রেলিয়া জেতার পরে কিংবদন্তি এই স্পিনার টুইট করেন, ‘‘অস্ট্রেলিয়ার জন্য দারুণ একটা ভারত সফর গেল। টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ জেতার জন্য অভিনন্দন, ফিঞ্চ। বিশ্বকাপ, অস্ট্রেলিয়া কিন্তু আসছে।’’

Advertisement

কোটলায় ম্যাচের নায়ক অবশ্যই উসমান খোয়াজা। ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, ‘‘সেঞ্চুরি করার আনন্দ দ্বিগুণ হয়ে যায় যদি দল জেতে। ভারতকে ওদের ঘরের মাঠে হারানো একেবারেই সহজ নয়। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। পরিবেশের সঙ্গে দ্রুত মানাতে পেরেছি আমরা।’’ খোয়াজা আরও বলেন, ‘‘নিজেদের ওপর কখনও আস্থা হারাইনি। আমরা যখন ০-২ পিছিয়ে পড়েছিলাম, তখনও সবাই বিশ্বাস করত যে, জিততে পারি।’’ অধিনায়ক অ্যারন ফিঞ্চও মুগ্ধ তাঁর দলের খেলায়। তিনি বলেন, ‘‘অবিশ্বাস্য। এ ভাবে সিরিজ জিতে ফেরার জন্য প্রয়োজন সাহস ও হার না মানা মানসিকতা। আমরা তা দেখাতে পেরেছি। প্রত্যেকের জন্য আমি গর্বিত।’’

ভারতের বিরুদ্ধে কী পরিকল্পনা নিয়ে নেমেছিলেন? ফিঞ্চের উত্তর, ‘‘এই পরিবেশে শুধু আক্রমণাত্মক ব্যাটসম্যান নিয়ে নামলে আমরা হয়তো জিততে পারতাম না। এ ধরনের উইকেটে ভাল জুটি গড়তে হয়। আমরা সেটাই চেষ্টা করেছি। অনেক বার ভারতে খেলেছি। কিন্তু সিরিজ জেতার স্বাদ আগে আগে পাইনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement