ফাইল চিত্র।
ইপিএল
লিভারপুল ২ ম্যান সিটি ২
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিরুদ্ধে হারের পরে আবারও এক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেই সঙ্কট থেকে ম্যাঞ্চেস্টার সিটিকে রক্ষা করতে ত্রাতার ভূমিকা নিলেন কেভিন দ্য ব্রুইন। ৮১ মিনিটে তাঁর গোলেই লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়ল গতবারের ইপিএল চ্যাম্পিয়নরা।
রবিবারের অ্যানফিল্ডের রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৯ মিনিটে সাদিয়ো মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু তার দশ মিনিটের মধ্যে সমতা ফেরান ফিল ফডেন। কিন্তু তার পরেও লিভারপুলের চাপ সামলাতে পারেনি ম্যান সিটি। ৭৬ মিনিটে দুর্দান্ত গোল করে যান মহম্মদ সালাহ। তখন মনে হয়েছিল, ফের এক হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হবে পেপ গুয়ার্দিওলাকে। কিন্তু চোট সারিয়ে ফেরা দ্য ব্রুইনের গোল কেড়ে নেয় য়ুর্গেন ক্লপের মুখের হাসি। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবলের দুই নম্বরে রইল লিভারপুল। সমসংখ্যক ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ম্যান সিটি।
২-২ গোলে ম্যাচ শেষ হওয়ার পরে স্বস্তির হাসি গুয়ার্দিওলার মুখে। তিনি বলেছেন, “ম্যাচের ফলই বলে দিচ্ছে, ৯০ মিনিট প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা কতটা ছিল। অ্যানফিল্ডে খেলতে এসে ম্যাচ ড্র করা যে কত বড় প্রাপ্তি, তা বলে বোঝানো সম্ভব নয়। এই ফল দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে বলেই আমি মনে করি।”
লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ বলেছেন, “ম্যান সিটির মতো দলের বিরুদ্ধে কেন সতর্ক থাকা উচিত, সেটা ফলেই পরিষ্কার। ওরা কিন্তু শেষ সুযোগটাও কাজে লাগিয়ে গেল।” এ দিকে, ইপিএলে টানা তিন ম্যাচে হারের পরে জয়ের মুখ দেখল হ্যারি কেনের টটেনহ্যাম হটস্পার। অ্যাস্টন ভিলাকে ২-১ হারিয়ে।