Peerless

ভারতীয় ফুটবলের তিন পরিচিত মুখকে সই করাল পিয়ারলেস

এ বার ভাল ফল করার জন্য শক্তিশালী দল করেছে পিয়ারলেস। ক্লাবের রিমোট কন্ট্রোল হাতে উঠেছে জহর দাসের হাতে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৯ ২০:১৩
Share:

পিয়ারলেসের জার্সিতে খেলতে দেখা যাবে উলফ ও ক্রোমাকে।

ভারতীয় ফুটবলে তিন পরিচিত বিদেশি ফুটবলারকে সই করাল পিয়ারলেস। ইস্ট-মোহনের হয়ে খেলা আনসুমানা ক্রোমা ও অ্যান্টনি উলফ গত বছরও খেলেছিলেন পিয়ারলেসের হয়ে। নেরোকার ডিফেন্ডার ভারনি ক্যালোনকে এ বার পিয়ারলেসের জার্সি পিঠে চাপিয়ে খেলতে দেখা যাবে।

Advertisement

গত বছর আই লিগে আইজলের হয়ে ১৭ ম্যাচ খেলে ৯ গোল করেছিলেন ক্রোমা। ত্রিনাদাদ-টোব্যাগোর স্ট্রাইকার উলফ ভারতীয় ফুটবলে পুরনো মুখ। গতবার তিনি আই লিগে চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছিলেন। গতবার রানার্স হয়েছিল পিয়ারলেস।

এ বার ভাল ফল করার জন্য শক্তিশালী দল করেছে পিয়ারলেস। ক্লাবের রিমোট কন্ট্রোল হাতে উঠেছে জহর দাসের হাতে। বিদেশিদের পাশাপাশি বাঙালি মুখের ভিড় পিয়ারলেসে। একসময়ে দেশের সেরা ইউটিলিটি প্লেয়ার সৈয়দ রহিম নবির পাশাপাশি পঙ্কজ মৌলা, নরহরি শ্রেষ্ঠা, অভিনব বাগ, জিতেন মুর্মু, দীপঙ্কর দাশরা ভাল কিছু করার জন্য ফুটছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement