এটাই ‘ওয়ে হোয়ে’ ট্রফি। ছবি: এএফপি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তানের টি২০ সিরিজের নাম ছিল ‘বিস্কুট’ ট্রফি। যা নিয়ে ক্রিকেটপ্রেমীরা বিদ্রুপ করেছিলেন। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের টেস্ট সিরিজ হতে চলেছে ‘ওয়ে হোয়ে’ ট্রফির নামে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হল পিসিবিকে।
আবু ধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের দুই অধিনায়ক সরফরাজ আহমেদ ও কেন উইলিয়ামসন এই ট্রফির আবরণ উন্মোচন করেন। তার পরই পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা সমালোচনায় মাতেন।
এই ট্রফির স্পনসর হল ব্রাইটো পেইন্টস। ট্রফির গায়ে বড় বড় অক্ষরে লেখা ‘ওয়ে হোয়ে’ দেখে সোশ্যাল মিডিয়ায় এই স্পনসরের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পিসিবিকে খোঁচা দেন অনেকে। কেউ লেখেন, এই কাপ দেশে নিয়ে যাবে বলে নিউজিল্যান্ড এমনিতেই হেরে যাবে। কেউ লেখেন, সত্যিই কি এই ট্রফির জন্য লড়বে দুই দেশ? পুরো ব্যাপারটা ইয়ার্কির পর্যায়ে চলে গিয়েছে বলেও লেখেন একজন।
আরও পড়ুন: কেউ ব্যস্ত ক্যামেরায়, কেউ ভিডিয়ো গেমে, হালকা মেজাজে অস্ট্রেলিয়া রওনা কোহালিদের
আরও পড়ুন ঋদ্ধিমান থেকে যুবরাজ আসন্ন আইপিএলে কোন দল ছেঁটে ফেলল কাদের?
আরও পড়ুন ঋদ্ধিমান থেকে যুবরাজ আসন্ন আইপিএলে কোন দল ছেঁটে ফেলল কাদের?
আরও পড়ুন ঋদ্ধিমান থেকে যুবরাজ আসন্ন আইপিএলে কোন দল ছেঁটে ফেলল কাদের?
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)