এহসান মানি। ছবি: সংগৃহিত।
প্রাক্তন আইসিসি সভাপতি এহসান মানি একহাত নিলেন অনুরাগ ঠাকুরকে। আইসিসির মিটিংয়ে ভারতকে বয়কট করার পথেও হাঁটতে চলেছে পিসিবি। মানির দাবি আগামী সপ্তাহে কেপ টাউনে আয়োজিত আইসিসির মিটিংয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদস্যরা এই নিয়ে প্রশ্ন তুলবেন। তিনি বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতির শিশু সুলভ এ উত্তেজক মন্তব্য পাকিস্তানের জন্য রাস্তা করে দিয়েছে আইসিসি মিয়িংয়ে বলার।’’ মানির মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধিরা যেন আইসিসির কাছে আর্জি জানান, এই বিষয়ে বিসিসিআই সভাপতির কাছে জানতে চাওয়া হয়। কেন তিনি এমন পাকিস্তান বিরোধি মন্তব্য করেছিলেন।
মানি বলেন, ‘‘অনুরাগ ঠাকুরএকজন রাজনীতিক ও পার্লামেন্টের সদস্য। আইসিসির তাঁকে জিজ্ঞেস করা উচিত কোন জায়গায় দাঁড়িয়ে তিনি কোনও ক্রিকেট ইস্যু নিয়ে এই মন্তব্য করতে পারেন।’’ মানির দাবি, গত দু’বছর ধরে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভারতের সঙ্গে কোনও আইসিসিক ইভেন্টের গ্রুপ পর্বে খেলা থেকে বিরত থাকতে বলে আসছেন। বলেন, ‘‘এখন ভারত আইসিসি ইভেন্টের গ্রুপ পর্বে আমাদের সঙ্গে খেলতে চাইছে না। এবং দ্বিপাক্ষিক সিরিজেও আপত্তি রয়েছে ভারতের।’’
এহসান মানির দাবি, এটাই সঠিক সময় আইসিসিতে পাকিস্তান বোর্ডের মুখ খোলার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজম শেঠি এই মুহূর্তে এক্সিকিউটিভ কমিটির শীর্ষে রয়েছেন। তিনি বলেন, ‘‘হ্যাঁ, ভারতের দেওয়া বক্তব্য আমাদের কাছে এসেছে। এবং এর উত্তর আমরা আইসিসির মিটিংয়েই দেব।’’
আরও খবর
বিশ্বকাপ আর যুদ্ধে হারের ধাক্কায় হয়তো এখনও ভুগছে পাকিস্তান