Paras Khadka

নেপালের হয়ে টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি কে করলেন জানেন?

ইতিহাসে নাম লেখালেন পরস খাড়কা। নেপালের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনিই প্রথম সেঞ্চুরি করলেন। তাঁর শতরান এল ৪৯ বলে।

Advertisement

সংবাদ সংস্থা

সিঙ্গাপুর শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৫
Share:

রান তাড়া করে এই ফরম্যাটে কোনও অধিনায়কের এটাই প্রথম সেঞ্চুরি। ছবি: এএফপি।

নেপালের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করলেন পরস খাড়কা। যিনি আবার নেপালের অধিনায়কও। শনিবার ত্রিদেশীয় সিরিজে সিঙ্গাপুরের বিরুদ্ধে তাঁর ইনিংসের সুবাদেই ৯ উইকেটে জিতল নেপাল।

Advertisement

পরস খাড়কা আরও এক রেকর্ড করলেন। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম অধিনায়ক হিসেবে রান তাড়া করে সেঞ্চুরি এল তাঁর ব্যাটে। এর আগে আর কোনও ক্যাপ্টেন কুড়ি ওভারের ফরম্যাটে রান তাড়া করে শতরান পাননি।

৩১ বছর বয়সি পরস ৫২ বলে অপরাজিত থাকলেন ১০৬ রানে। তাঁর ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও ন’টি ছয়। তাঁর শতরান আসে ৪৯ বলে। যা এশিয়ার কোনও ব্যাটসম্যানের এই ফরম্যাটে চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। সিঙ্গাপুরের বিরুদ্ধে জেতার জন্য ১৫২ রান তাড়া করছিল নেপাল। মাত্র ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা (১৫৪-১)। জয় আসে নয় উইকেটে।

Advertisement

আরও পড়ুন: ‘বড্ড বেশি হাইপ হচ্ছে রোহিতকে নিয়ে, তবে ও ঠিক রান পাবে’​

আরও পড়ুন: অবিশ্বাস্য! এই তারকা বোলাররা কখনও ইনিংসে পাঁচ উইকেট পাননি​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement