Asian Billiards Championship

ফের এশিয়া সেরা ভরতের আডবাণী

এশীয় বিলিয়ার্ডস খেতাব জিতলেন এই নিয়ে মোট আট বার। গতবারও পঙ্কজ আডবাণীই চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনিতে এ বার কিন্তু গ্রুপ পর্যায়ে তিনি দামানির কাছে হেরে গিয়েছিলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ০৭:৫৫
Share:

পঙ্কজ আডবাণী। ফাইল ছবি।

বিলিয়ার্ডসে এ বারও এশিয়া সেরা হলেন পঙ্কজ আডবাণী। দোহায় রবিবার ১০০-আপ ফর্ম্যাটের ফাইনালে তিনি ভারতেরই ব্রিজেশ দামানিকে হারালেন ৫-১ ফলে।

Advertisement

অবিশ্বাস্য ২৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন আডবাণী! আর এশীয় বিলিয়ার্ডস খেতাব জিতলেন এই নিয়ে মোট আট বার। গতবারও তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন। এমনিতে এ বার কিন্তু গ্রুপ পর্যায়ে তিনি দামানির কাছে হেরে গিয়েছিলেন। অথচ রবিবার ফাইনালে দুরন্ত ছন্দে ছিলেন আগাগোড়া। যে কারণে মধুর প্রতিশোধ নিতে বিশেষ কাঠখড় তাঁকে পোড়াতে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement