Sports News

বিরাট-ধোনিকে দেশের মাটিতে দেখতে মুখিয়ে পাকিস্তান

পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ খেলছে সেখানে নেই কোনও ভারতীয় ক্রিকেটার। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হা হুতাশ করছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৫
Share:

বিরাট কোহালি ও এমএস ধোনি।—ফাইল চিত্র।

উমর দরাজ, পাকিস্তানের এই ক্রিকেট সমর্থককে মনে আছে তো? এই সেই সমর্থক যিনি ভারত অস্ট্রেলিয়াকে হারানোর পর নিজের বাড়ির ছাদে ভারতের পতাকা উড়িয়েছিলেন। তার পরই তাঁকে গ্রেফতার হতে হয়। পরে তিনি জানিয়েছিলেন, তিনি আসলে বিরাট কোহালির ফ্যান। বিরাট কোহালির জন্যই তিনি ভারতের জন্য উচ্ছ্বসিত ছিলেন। পরে তাঁর বাড়ি তদন্ত করে দেখা যায় ঘর ভর্তি শুধুই বিরাটের ছবি। পুরনো এই গল্প বলার পিছনে একটা কারণ তো অবশ্যই রয়েছে।

Advertisement

আরও পড়ুন

২০০৭ বিশ্বকাপের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন সচিন

Advertisement

কোহালিকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন ইংল্যান্ড ক্রিকেটার

এই যে পাকিস্তানের মাটিতে বিশ্ব একাদশ খেলছে সেখানে নেই কোনও ভারতীয় ক্রিকেটার। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হা হুতাশ করছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। এ বার কতজনকে গ্রেফতার করবে পুলিশ? ভারত, পাকিস্তানের মধ্যে যতই বিরোধ থাক না কেন সেখানকার ক্রিকেট প্রেমীরা আমের, আফ্রিদিদের মতোই বিরাট, ধোনির ফ্যান। বিশেষ করে পাকিস্তানে যখন আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর চেষ্টায় আইসিসি তখন দেশের মাটিতে বিরাট কোহালি ও এমএস ধোনিকে দেখতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় আবদার পাক ফ্যানদের। কেউ লিখেছেন, ‘‘বিরাট তোমাকে লাহৌরে মিস করব।’’ কারও দাবি, ‘‘দেশ চায় বিরাটের খেলা দেখতে।’’ কেউ আবদার জুড়েছেন, ‘‘আমরা হৃদয় থেকে চাই বিরাট কোহালি ও এমএস ধোনি এখানে এসে খেলুক। রাজনীতি খুব খারাপ।’’ কেউ বলেছেন, ‘‘বিরাট, ধোনি যদি আমাদের দেশে এসে খেলে তা হলে দেশের ক্রিকেটে তার খুব ভাল প্রভাব পড়বে।’’ একই মত পোষণ করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার আফ্রিদি।

আফ্রিদির টুইট

ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক একদমই তলানিতে। যে কারণে দীর্ঘ দ্বিপাক্ষিক সিরিজের চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি ভারতীয় ক্রিকেট দল। কারণ সরকারি তরফে কোনও সম্মতি পাওয়া যায়নি। যা নিয়ে কম জলঘোলাও হয়নি।

সমর্থকদের টুইট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement