দু’ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি বাংলাদেশ। প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে। তার পাল্টা দিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডও। এই বছরেরই জুলাই-অগস্টে দুটো টেস্ট, তিনটি ওয়ান ডে ও একটি আন্তর্জাতিক ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের।
আরও খবর: আইপিএল-এর সাফল্য দিয়েই দেশের জার্সি ফিরে পাওয়ার স্বপ্নে উথাপ্পা
বুধবার আইসিসির মিটিং শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে শাহরিয়র খান কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধির সঙ্গে। তখনই তাঁকে তাঁদের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। শাহরিয়র পরে বলেন, ‘‘আমরা আপাতত এই সিরিজ এক বা দু’বছরের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা ২০১২ ও ২০১৫তে বাংলাদেশ সফরে গিয়েছিলাম।’’ যদিও পিসিবির এই সিদ্ধান্তে রীতিমতো অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা খবর, সংবাদমাধ্যমে খবরের পরই পাকিস্তানের না খেলতে চাওয়ার কথা তারা জানতে পেরেছে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘‘আমরা সত্যি খুব অবাক। একমাশ আগেও আমরা জানতাম সিরিজ হচ্ছে। ২০১৫তে এই চুক্তি হয়েছিল।’’
পাকিস্তান যে দুটো টি২০ সিরিজ খেলতে চেয়েছিল সেটা নাকি এই চুক্তিতে ছিল না। যে কারণে বাংলাদেশ সেটা খেলতে রাজি হয়নি। যদিও এখনও অফিশিয়ালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কোনও খবর আসেনি। সম্প্রতি লাহৌরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের কথা থাকলেও সে দেশের প্লেয়াররা বেঁকে বসায় তা হয়নি।