ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে তৃতীয় টেস্ট ১৪১ রানে হারল পাকিস্তান। চার টেস্টের সিরিজে তারা ১-২ পিছিয়ে পড়ল।
সিরিজ ১-১ অবস্থায় এজবাস্টনে কিন্তু শুরুটা যথেষ্ট ভাল করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৯৭ রানে শেষ করে দেওয়ার পর পাকিস্তান তুলেছিল ৪০০। কিন্তু দ্বিতীয় ইনিংস থেকে ম্যাচ ধরে নেয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৪৪৫-৬ তুলে ডিক্লেয়ার দেওয়ার পর শেষ দিন পাকিস্তানকে জিততে সাড়ে তিনশোর আশেপাশে রান তুলতে হত। সেটা তো হলই না, টেস্ট ড্র-ও করতে পারল না পাকিস্তান।
ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে টানলেন জনি বেয়ারস্টো (৮৩) এবং মইন আলি (৮৬)। ইংল্যান্ড ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার পর শুরুতেই মহম্মদ হাফিজকে হারায় পাকিস্তান। এর পর সামি আসলাম (৭০) এবং আজহার আলি (৩৮) মিলে স্কোর ৭৯ রানে পৌঁছে দেন। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান ২০১ অলআউট হয়ে যায়।