ভারত সরকার থেকে এখনও সবুজ সঙ্কেত আসেনি। কিন্তু লখনউতেই জুনিয়র বিশ্বকাপ হকির জন্য পাকিস্তানের জাতীয় যুব হকি দলের প্রশিক্ষণ শিবির বসবে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে পাক হকি ফেডারেশন। পিএইচএফ সচিব শাহবাজ আমেদ এ দিন জানান, ভারতের মাটিতে আগামী ৮-১৮ ডিসেম্বর জুনিয়র বিশ্বকাপ হকি। মাত্র ছ’সপ্তাহ বাকি আছে টুর্নামেন্ট শুরু হতে। ‘‘তার জন্য আমাদের দলের চূড়ান্ত প্রস্তুতি শিবির লখনউয়ে বসবে ধরে নিয়ে তৈরি হচ্ছি। যদিও ভারত সরকারের অনুমতিপত্র এখনও আমাদের হাতে আসেনি। পাক হকি ফেডারেশনের তরফে পাকিস্তান সরকার অবশ্য ভারতের কাছে অনুমতি চেয়ে প্রয়োজনীয় চিঠি পাঠিয়েছে। আশা করি, ভারতে পাকিস্তান হকি দলের যেতে সমস্যা হবে না,’’ বলেছেন শাহবাজ। যদিও ওয়াকিবহাল মহল এতটা নিশ্চিত নয়। কারণটা অবশ্যই সাম্প্রতিক ভারত-পাক অতি উত্তেজক রাজনৈতিক সম্পর্ক।