বান্ধবী হত্যায় ছ’বছরের জেল পিস্টোরিয়াসের

শেষ পর্যন্ত জেলে যেতে হল অস্কার পিস্টোরিয়াসকে। ২০১৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-র রাতটা ভয়ানক এক বার্তা নিয়ে এসেছিল বিশ্ব ক্রীড়া জগতে। এই সেই রাত যে রাতে নিজের প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে নৃশংসভাবে খুন করেছিলেন অস্কার পিস্টোরিয়াস।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ১৫:১৩
Share:

শেষ পর্যন্ত জেলে যেতে হল অস্কার পিস্টোরিয়াসকে। ২০১৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-র রাতটা ভয়ানক এক বার্তা নিয়ে এসেছিল বিশ্ব ক্রীড়া জগতে। এই সেই রাত যে রাতে নিজের প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে নৃশংসভাবে খুন করেছিলেন অস্কার পিস্টোরিয়াস। পর দিন সকালে ছড়িয়ে পরে সেই খবর। গ্রেফতার হন পিস্টোরিয়াস। প্রথমে নানা গল্প বলে কেস অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি কিন্তু শেষ পর্যন্ত কোনও যুক্তিই টেকেনি তাঁর পক্ষে। দক্ষিণ আফ্রিকার এই প্যারা অলিম্পিয়ান এতদিনে শাস্তি পেলেন। ছ’বছরের জেল হল পিস্টোরিয়াসের। প্রেটোরিয়া হাইকোর্টের বিচারপতি থোকোজিল মাসিপা জানান, তাঁর শাস্তির কথা। সাজা ঘোষণার কিছুক্ষণের মধ্যেই জেলে নিয়ে যাওয়া হয় এই প্যারা অলিম্পিয়ানকে।

Advertisement

২০১৪ সালেই তাঁর পাঁচ বছরের জেল হয়। এর পর ডিসেম্বরে তিনি এই শাস্তির বিরুদ্ধে আবেদন জানান। কিন্তু শেষরক্ষা হল না।

আরও খবর

Advertisement

পিস্টোরিয়াসের হয়তো পনেরো বছরের জেল

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement