ওয়ান ডে-তে মহেন্দ্র সিংহ ধোনির উপরের দিকে ব্যাট করতে আসার সিদ্ধান্তকে সমর্থন করছেন প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। তাঁর বিশ্বাস, এতে ভারতের সীমিত ওভারের দলের অধিনায়ক ম্যাচের উপর আরও জাঁকিয়ে বসতে পারবেন।
এ দেশের প্রচারমাধ্যমের কাছে ম্যাকালাম বলেছেন, ‘‘আমি একেবারে অবাক নই। ধোনি একজন দুর্দান্ত ক্যাপ্টেন। টেস্ট ক্রিকেট থেকে সরে আসার পর সীমিত ওভারের ফর্ম্যাটে মন দিয়েছে ও। যার মানে এই ফর্ম্যাটে নিজের আরও বেশি প্রভাব বিস্তার করতে চাইছে ধোনি। সে জন্য ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে নিয়ে গিয়েছে। আর এই পরিস্থিতিতে বিশ্বমানের প্লেয়াররা যা করে থাকে সেটাই ম্যাচে করে দেখাচ্ছে এমএস।’’
আইপিএলে চেন্নাই সুপার কিঙ্গসে খেলার সময় ধোনিকে কাছ থেকে বহু দেখেছেন ম্যাকালাম। সম্প্রতি ভারত সফরে এসেছেন নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জন কি-র প্রতিনিধি দলের সঙ্গে। যে সফরে ভারত-নিউজিল্যান্ড দু’দেশের মধ্যে বেশ কিছু বাণিজ্যিক চুক্তি সাক্ষর হওয়ার কথা।
আইপিএলে গুজরাত লায়ন্সের হয়ে এ বছর খেলা ম্যাকালাম সমান উচ্ছ্বসিত বিরাট কোহালিকে নিয়েও। বলছেন, ‘‘এই মুহূর্তে বিশ্বের সেরা তিন ব্যাটসম্যানের একজন বিরাট। মোটে সাতাশ বছর বয়স ওর। আগামী বেশ কয়েক বছর এই জায়গায় স্বমহিমায় থাকবে ও। টেস্ট আর ওয়ান ডে তো বটেই, এ বারের আইপিএলেও দাপিয়ে রাজত্ব করেছে বিরাট। যে কোনও অস্বাভাবিক পরিস্থিতিতেও ও স্বাভাবিক ভাবে খেলে ম্যাচ বার করে নিয়ে যেতে পারে। এটাই প্রমাণ করে ও কতটা বিশ্বমানের ক্রিকেটার।’’
ইতিমধ্যেই মিডিয়ার একাংশ বিরাটকে নিয়ে সচিনের সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। ম্যাকালামও এক্ষেত্রে বিষয়টা এড়ানো যায় না বলেও জানাচ্ছেন, ‘‘কেরিয়ারের মধ্যগগনে থাকা বিরাটকে এখন শুধু মুগ্ধ হয়ে দেখে আনন্দ পেতে হবে। আর ক্রিকেটে তুলনা সে ভাবে করা কঠিন। কারণ ভিন্ন প্রজন্ম, ভিন্ন আমল, ভিন্ন পরিস্থিতি, ভিন্ন পরিবেশ। কিন্তু সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে, বিরাট একজন অবিশ্বাস্য প্রতিভা। যে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেট মঞ্চ নিয়ন্ত্রণ করছে।’’
রবিবার মোহালিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে-তে ক্রিজে একসঙ্গে ব্যাট করতে দেখা গিয়েছে ধোনি এবং বিরাটকে। ম্যাকালাম মনে করছেন, এই জুটি একসঙ্গে ক্রিজে থাকলে লাভ ভারতের। ‘‘এই দুই ভারতীয় চাপের মুখে ম্যাচ বার করতে সিদ্ধহস্ত। চাপকে উড়িয়ে রান তাড়া করে ম্যাচ বার করতে ধোনি-বিরাট, দু’জনেই সমান দক্ষ। দু’জনের মধ্যেই নেতৃত্ব ব্যাপারটা সহজাত। কোনও টিমই ওদের ক্রিজে একসঙ্গে দেখতে পছন্দ করবে না। কিন্তু ভারতের জন্য এটা অবশ্যই পজিটিভ।’’