Prithvi Shaw

ডোপিংয়ের দায়ে ৮ মাস সাসপেন্ড পৃথ্বী শ

প্রথমিক ভাবে বিসিসিআই সে যুক্তি মেনে নিলেও পরে ডোপিং সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম মেনে ৮ মাস সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৯ ২১:১০
Share:

পৃথ্বী শ। ফাইল চিত্র।

টেস্ট ক্রিকেটের ওপেনার পৃথ্বী শ-কে সাসপেন্ড করল বিসিসিআই। ডোপ করার অভিযোগে তাঁকে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। বোর্ডের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষিদ্ধ দ্রব্য পাওয়া গিয়েছে তাঁর মূত্রের নমুনায়।

Advertisement

মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত পৃথ্বী শ। পৃথ্বীর মূত্রের নমুনায় যে নিষিদ্ধ ওষুধের উপাদান পাওয়া গিয়েছে তা সাধারণত কাশির সিরাপে পাওয়া যায় বলে জানিয়েছে বিসিসিআই।

চলতি বছরে সইদ মুস্তাক আলি ট্রফির সময় ২২ ফেব্রুয়ারি ইনদওরে পৃথ্বীর মূত্রের নমুনা সংগ্রহ করা হয়। বিসিসিআইয়ের সেই অ্যান্টি ডোপিং টেস্টিং প্রোগ্রামে পৃথ্বীর মূত্রে নিষিদ্ধ টারবুটালাইন পাওয়া যায়। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)-র নিয়ম মতো, টারবুটালাইন এমন একটি নিষিদ্ধ উপাদান যা টুর্নামেন্ট চলুক বা না চলুক খাওয়া যাবে না।

Advertisement

চলতি বছরের ১৬ মার্চ বিসিসিআই-এর অ্যান্টি ডোপিং রুল ভায়োলেশন কমিশনের সামনে উপস্থিত হয়ে পৃথ্বী জানান, কাশির জন্য তিনি ওষুধ খেয়েছিলেন। প্রথমিক ভাবে বিসিসিআই সে যুক্তি মেনে নিলেও পরে ডোপিং সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় নিয়ম মেনে ৮ মাস সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ১৬ মার্চ থেকে ৮ মাস, ১৫ নভেম্বর পর্যন্ত সাসপেন্ড থাকছেন পৃথ্বী শ।

আরও পড়ুন : পাকিস্তানির হাতে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে কুয়েত থেকে ফেরালেন সানি

আরও পড়ুন : মাত্র ৯ টাকা হাতিয়ে ১৫ লক্ষ টাকা জরিমানার মুখে বাস কন্ডাক্টর!

ডোপিং নিয়ে জিরো টলারেন্সনীতি নিয়ে চলছে। যেখানে ক্রিকেটাররা ব্যক্তিগত ভাবে যা খাবেন বা পান করবেন, তার জন্য তাঁরাই দায়ী থাকবেন। এমনকি ৭ দিন ২৪ ঘণ্টা একটি অ্যান্ডি ডোপিং হেল্প লাইন খোলা থাকে। যেখানে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফরা যে কেউ যোগাযোগ করতে পারেন।

মাত্র উনিশ বছর বয়সি পৃথ্বী ইতিমধ্যেই দেশের হয়ে দু’টি টেস্ট ৩টি ইনিংসে মোট ২৩৭ রান করেছেন। যার মধ্যে শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। ১৪ বছর বয়সে খবরের শিরোনামে এসেছিলেন পৃথ্বী। মুম্বইয়ের প্রথম শ্রেণির ক্রিকেট হ্যারিস শিল্ডে ৫৪৬ রান করেছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement