মনু ভাকের। —ফাইল চিত্র।
লক্ষ্য লস অ্যাঞ্জেলস। ভারতকে আরও পদক জেতাতে চান পিটার উইলসন। প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে তিনটি পদক জিতেছে ভারত। তার পরেই ভারতীয় দলের কোচ হওয়ার আবেদন করেছেন অলিম্পিক্সে সোনাজয়ী শুটার পিটার।
সংবাদ সংস্থা পিটিআইকে পিটার বলেন, “আমি আমার বায়োডাটা ভারতীয় রাইফেল সংস্থার কাছে ইমেল করেছি। ওদের উত্তরের অপেক্ষায় আছি। আমি লস অ্যাঞ্জলস অলিম্পিক্সের জন্য সিনিয়র দলকে তৈরি করতে চাই। পাশাপাশি আগামী ৮-১২ বছরের মধ্যে জুনিয়রদেরও তৈরি করতে চাই।”
ভারতে কোচিং করাতে তাঁর কোনও সমস্যা হবে না বলেই জানিয়েছেন পিটার। তিনি বলেন, “ভারতে শুটিংয়ের পরিকাঠামো বেশ ভাল। এশিয়ান গেমস, বিশ্ব চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতায় ভারতীয় শুটারের ভাল পারফর্ম করে। অলিম্পিক্সেও যাতে তারা পদক জেতে সেই চ্যালেঞ্জ নিতে চাই।”
২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ডবল ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন পিটার। গ্রেট ব্রিটেনের এই শুটার সর্বকনিষ্ঠ হিসাবে অলিম্পিক্সে সোনা জিতেছিলেন। ডবল ট্র্যাপে বিশ্ব রেকর্ডও তাঁর দখলেই রয়েছে। এ বারের অলিম্পিক্সে গ্রেট ব্রিটেনের নেথান হেলসকে প্যারিসে সোনা জিতিয়েছেন পিটার। ডবল ট্র্যাপ প্যারিসে না থাকায় সিঙ্গল ট্র্যাপ ইভেন্টে নেমেছিলেন নেথান। এ বার ভারতের দিকে তাকিয়েছেন তিনি।
এ বারের অলিম্পিক্সে ভারতের হয়ে জোড়া ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের। ১০ পিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ও মিক্সড ইভেন্টে পদক জিতেছেন তিনি। মিক্সড ইভেন্টে মনুর সঙ্গী ছিলেন সরবজ্যোৎ সিংহ। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনসে ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল কুসালে। ২৫ মিটার এয়ার পিস্তলে মনু চতুর্থ হয়েছেন। চার নম্বরে শেষ করেছেন অর্জুন বাবুতাও। ভারত যাতে লস অ্যাঞ্জেলসে শুটিংয়ে আরও পদক পায়, চার বছর আগেই তার প্রস্তুতিতে শুরু করতে চান পিটার। এ বার প্রত্যেক শুটারের ব্যক্তিগত কোচ থাকায় জাতীয় দলের কোনও কোচ ছিল না। এখন দেখার পিটারের আবেদনে জাতীয় রাইফেল সংস্থা সাড়া দেয় কি না।