স্বপ্নিল কুসলে। —ফাইল চিত্র।
অলিম্পিক্সে স্বপ্নিল কুসলে ব্রোঞ্জ পাওয়ার পর দু’ধাপ পদোন্নতির আশ্বাস দিয়েছিল মধ্য রেল। বৃহস্পতিবার আশ্বাস দেওয়ার পর শুক্রবারই মহারাষ্ট্রের শুটারকে ট্রাভেলিং টিকিট এক্সামিনার থেকে অফিসার অন স্পেশাল ডিউটি করা হল স্বপ্নিলকে। ভারতের প্রথম শুটার হিসাবে অলিম্পিক্সে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে পদক পেয়েছেন মহারাষ্ট্রের শুটার।
২০১৫ সাল থেকে মধ্য রেলের কর্মী স্বপ্নিল। এত দিনে তাঁর কোনও পদোন্নতি হয়নি। শুটিং বিশ্বকাপে সোনা জেতার পরও তাঁকে স্বীকৃতি দেননি ভারতীয় রেলের কর্তারা। বৃহস্পতিবার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পাওয়ার পরই মধ্য রেল কর্তৃপক্ষ তাঁর দু’ধাপ পদোন্নতির কথা জানিয়েছিলেন। সেই মতো শুক্রবার মধ্য রেলের জেনারেল ম্যানেজার অজয় রাজ সরকারি ভাবে স্বপ্নিলের পদোন্নতির নোটিফিকেশন করেছেন।
এর আগে স্বপ্নিনের কোচ দীপালি দেশপাণ্ডে বলেছিলেন, ‘‘রেল কর্তাদের ব্যবহার এবং মানসিকতায় স্বপ্নিল অত্যন্ত হতাশ। ন’বছর ধরে রেলে চাকরি করছে। এত সাফল্যের পরও ওর কোনও পদোন্নতি হয়নি।’’ নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় শুটারের এক সহকর্মী বলেছিলেন, ‘‘কর্তারা এখন চাপের মুখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। স্বপ্নিল পদোন্নতি নিয়ে কথা বলতে গেলে সব সময় খারাপ ব্যবহারই পেয়েছে। কর্তাদের ব্যবহার ওকে মানসিক ভাবে আঘাত করত।’’
বিতর্ক তৈরি হওয়ার পর আর দেরি করেননি রেল কর্তারা। পরিস্থিতি সামলাতে অলিম্পিক্স পদক জয়ের ৪৮ ঘণ্টার মধ্যে স্বপ্নিলকে দু’ধাপ পদোন্নতি দেওয়া হল।