প্যারিস অলিম্পিক্সের পদক হাতে গ্রেগরিয়ো প্যালট্রিনিয়েরি এবং রোসেলা ফিয়ামিঙ্গো। ছবি: এক্স (টুইটার)।
প্যারিস অলিম্পিক্সে নজির গড়লেন ইটালির সাঁতারু গ্রেগরিয়ো প্যালট্রিনিয়েরি। পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে রুপোর পদক পেয়েছেন তিনি। প্যালট্রিনিয়েরির পদক জয়ের কিছু ক্ষণের মধ্যেই অলিম্পিক্সে সোনা জিতেছেন তাঁর বাগ্দত্তা রোসেলা ফিয়ামিঙ্গো।
মাঝারি এবং দূরপাল্লার সাঁতারে আন্তর্জাতিক পর্যায় বেশ কিছু পদক রয়েছে ২৯ বছরের প্যালট্রিনিয়েরির। ৮০০ মিটার, ১৫০০ মিটার ফ্রিস্টাইল ছাড়াও তাঁর প্রিয় ইভেন্টের মধ্যে রয়েছে ৫ এবং ১০ কিলোমিটার সাঁতার। প্রতিটি ইভেন্টেই তাঁর পদক রয়েছে আন্তর্জাতিক পর্যায়। তবে প্যারিস অলিম্পিক্সের রুপোর পদক পেয়ে ইটালির সাঁতারে নজির গড়েছেন তিনি। ইটালির প্রথম সাঁতারু হিসাবে পর পর তিনটি অলিম্পিক্সে পদক জিতলেন প্যালট্রিনিয়েরি।
২০১৬ সালে রিয়ো অলিম্পিক্সে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন তিনি। ২০২২ টোকিয়ো অলিম্পিক্সে ৮০০ মিটার ফ্রিস্টাইলে রুপো পান। ১৫০০ মিটার ফ্রিস্টাইলে পেয়েছিলেন চতুর্থ স্থান। এ বারও ৮০০ মিটার ফ্রিস্টাইলে রুপো পেলেন তিনি। ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সেও অংশগ্রহণ করেছিলেন প্যালট্রিনিয়েরি। সে বার নেমেছিলেন শুধু ১৫০০ মিটার ফ্রিস্টাইলে। পঞ্চম স্থানে শেষ করেছিলেন।
মঙ্গলবার তাঁর নজির গড়ার খুশি দ্বিগুণ করেছেন প্রেমিকা ৩৩ বছরের ফিয়ামিঙ্গো। তিনি মহিলাদের দলগত ফেন্সিংয়ে সোনা জিতেছেন। প্যালট্রিনিয়েরির মতো তিনিও টানা তৃতীয় অলিম্পিক্সে পদক জিতলেন। রিয়ো অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে রুপো পেয়েছিলেন। টোকিয়োয় দলগত ইভেন্টে ইটালির সোনাজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। অর্থাৎ টানা তিনটি অলিম্পিক্স থেকে দেশকে পদক দিলেন প্যালট্রিনিয়েরি এবং ফিয়ামিঙ্গো।
ফেন্সিং বিশ্বকাপ, বিশ্বচ্যাম্পিয়নশিপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বেশ কিছু পদক রয়েছে ফিয়ামিঙ্গোর। ইটালির সর্বকালের অন্যতম সেরা মহিলা ফেন্সার হিসাবে গণ্য করা হয় তাঁকে।