Diego Maradona

মারাদোনার পাড়ায় হঠাৎ পাওয়া গেল ‘পদিপিসির বর্মিবাক্স’

বাক্সে রয়েছে বার্সেলোনা, নাপোলি, বোকা জুনিয়র্স থকে পাওয়া বল এবং ফিফার তরফ থেকে উপহার দেওয়া একটি স্মারক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

বুয়েনস আয়ার্স শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২০:৪১
Share:

দিয়েগো মারাদোনা। -ফাইল চিত্র।

এ যেন দিয়েগো মারাদোনার পাড়ায় পদিপিসির বর্মিবাক্স। হঠাৎই খুঁজে পাওয়া গেল একটি বাক্স, যা খুলতেই বেরিয়ে পড়ল রত্নের ভাণ্ডার।

Advertisement

বুয়েনস আয়ার্সের শহরতলীতে দীর্ঘদিন ধরে পড়েছিল এই বাক্স। তার মধ্যে থেকে পাওয়া গেল প্রচুর জার্সি। এর কোনওটায় সের্জিয়ো আগুয়েরোর সই, কোনওটায় রোনাল্ডো (ব্রাজিলের), হ্যারি কেন, রিস্টো স্টোইচকভের সই।

বাক্সে রয়েছে বার্সেলোনা, নাপোলি, বোকা জুনিয়র্স থকে পাওয়া বল এবং ফিফার তরফ থেকে উপহার দেওয়া একটি স্মারক। বোঝাই যাচ্ছে সবই মারাদোনার সম্পত্তি। রয়েছে মারাদোনার নিজের শার্টও। কিছু রাজনৈতিক উপহারও রয়েছে, যেগুলো মারাদোনা পেয়েছেন তাঁর সঙ্গে বন্ধুত্ব থাকা বামপন্থী নেতাদের কাছ থেকে। একটি শার্টের পিছনে লেখা রয়েছে ‘লুলা’। সেটি মারাদোনাকে দিয়েছিলেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট লুলা। প্রয়াত ফিদেল কাস্ত্রোর লেখা একটি চিঠিও পাওয়া গেছে সেই বাক্স থেকে।

Advertisement

আরও পড়ুন: পন্থ নয়, প্রথম এগারোয় ঋদ্ধি, আছেন পৃথ্বী, উমেশও, দল জানিয়ে দিল ভারত

ইতিমধ্যেই এইসব দুষ্প্রাপ্য জিনিসের দাবিদারও পাওয়া গেছে। মারাদোনার ছেলে দিয়েগুইতো ফার্নান্ডো নাকি এই বাক্সের মালিকানা পাবেন। মারাদোনার নাকি সেরকমই ইচ্ছে ছিল।

দিয়েগুইতোর আইনজীবী মারিও বাউদরি বলেন, ‘‘এই বাক্সের মধ্যে প্রচুর ঐতিহাসিক জিনিস রয়েছে। মারাদোনা নিজে আমাকে বলেছিলেন, এই বাক্স খুঁজে বার করতে এবং জানিয়েছিলেন, এর মধ্যে যা যা থাকবে তার সবকিছুর মালিক হবে দিয়েগুইতো। কিন্তু উনি সরকারীভাবে কিছু লিখে যাননি। ফলে এখন হয়ত ওঁর সব সন্তানরাই এর দাবি জানাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement