ম্যাচ জিতে উল্লাস নোভাক জোকোভিচের। ছবি: রয়টার্স
প্রথম দু’রাউন্ডে একটি করে সেট হারতে হয়েছিল তাঁকে। কিন্তু তৃতীয় রাউন্ডে দেখা গেল সেই পুরনো নোভাক জোকোভিচকে। স্ট্রেট সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তিনি। আর্জেন্টিনার টমাস মার্টিন এচেভেরিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছলেন পুরুষদের শীর্ষ বাছাই জোকোভিচ (৬-৩, ৬-৩, ৭-৬)।
প্রথম সেটেই দাপট দেখান জোকোভিচ। নিজের সার্ভিস ধরে রাখার পাশাপাশি এচেভেরির সার্ভিস ভাঙেন। জোকোভিচের পাওয়ার টেনিসের সামনে পিছিয়ে পড়ছিলেন এচেভেরি। পাল্লা দিতে পারছিলেন না। বিশেষ করে লম্বা র্যালি হলে বেশি ভুল করছিলেন আর্জেন্টিনার খেলোয়াড়। শেষ পর্যন্ত ৬-৩ গেমে প্রথম সেট জেতেন জোকোভিচ।
পরের সেটেও একই ছবি। প্রথম সার্ভিসে ৮৪ শতাংশ পয়েন্ট জিতেছেন জোকোভিচ। সেখানেই এচেভেরিকে পিছনে ফেলে দেন তিনি। দ্বিতীয় সেটও ৬-৩ গেমে জেতেন নোভাক। তৃতীয় সেটে কিছুটা হলেও লড়াই করেন এচেভেরি। বিশেষ করে নিজের সার্ভিস ধরে রাখতে পারেন তিনি। খেলা গড়ায় টাইব্রেকারে। তাতে অবশ্য জোকোভিচের জিততে কোনও সমস্যা হয়নি।
তৃতীয় রাউন্ডে জিতেছেন পুরুষদের সপ্তম বাছাই স্তেফানোস চিচিপাসও। লুকা ভ্যান অ্যাশকে স্ট্রেট সেটে (৬-৩, ৬-০, ৬-৪) হারিয়েছেন তিনি। মহিলাদের সিঙ্গলসে চতুর্থ রাউন্ডে উঠেছেন চতুর্থ বাছাই কোকো গফ। তিনি হারিয়েছেন অ্যালিসিয়া পার্কসকে। স্ট্রেট সেটে (৬-০, ৬-২) জিতেছেন গফ। দাপটে জিতেছেন মহিলাদের দ্বিতীয় বাছাই এরিনা সাবালেঙ্কাও। লেসিয়া সুরেঙ্কোকে উড়িয়ে দিয়েছেন তিনি (৬-০, ৬-০)।