Tennis

অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই হলেন জকোভিচ ও হালেপ

গত বছরের শেষদিকটায় সার্কিটে ঝড় বইয়ে দিয়েছিলেন জকোভিচ। মরসুমের শেষ দুটি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউ এস ওপেনে খেতাবও জিতেছিলেন সার্বিয়ান তারকা। নতুন বছরেও সেই ছন্দ 'জোকার' ধরে রাখতে পারেন কি না সেটাই দেখার।

Advertisement

সংবাদ সংস্থা

মেলবোর্ন শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ১৪:১৪
Share:

গত মরসুমের ছন্দ এবারও ধরে রাখতে পারবেন জকোভিচ? ফাইল ছবি।

অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ ও মেয়েদের বিভাগে প্রত্যাশামতোই শীর্ষ বাছাই হলেন নোভাক জকোভিচসিমোনা হালেপ। বৃহস্পতিবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের আয়োজকরা জানিয়ে দিলেন বাছাই তারকাদের নাম। গত বছরের দুই বিভাগের খেতাবজয়ীরা বাছাই তালিকায় একটু পিছিয়ে গেলেন। রজার ফেডেরার যেমন এ বার তৃতীয় বাছাইয়ের মর্যাদা পেলেন। রাফায়েল নাদালকে দু’নম্বরে রাখা হয়েছে।

Advertisement

গত বছরের শেষদিকটায় সার্কিটে ঝড় বইয়ে দিয়েছিলেন জকোভিচ। মরসুমের শেষ দুটি গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ও ইউ এস ওপেনে খেতাবও জিতেছিলেন সার্বিয়ান তারকা। নতুন বছরেও সেই ছন্দ 'জোকার' ধরে রাখতে পারেন কি না সেটাই দেখার। অস্ট্রেলিয়ান ওপেনেই তাঁর প্রথম পরীক্ষা।

অন্য দিকে, মহিলাদের বিভাগে শীর্ষ বাছাই রোমানিয়ান তারকা হালেপের পর বাছাই তালিকায় দুই ও তিন নম্বরে রাখা হয়েছে যথাক্রমে জার্মানির অ্যাঞ্জেলিক কের্বের ও ক্যারোলিন ওজনিয়াকিকে। প্রসঙ্গত, হালেপকে ফাইনালে হারিয়ে গত বছর ক্যারোলিন ওজনিয়াকি মেলবোর্ন পার্কে ট্রফি নিয়ে ভিক্টরি ল্যাপ দিয়েছিলেন।

Advertisement

আরও পড়ুন: অস্ট্রেলীয় ওপেনে ফেডেরারের চিন্তা অবাছাইদের নিয়ে

আরও পড়ুন: জোড়া সোনা বাংলার

এ বার সেরিনা উইলিয়ামসকে ষোড়শ বাছাইয়ের মর্যাদা দেওয়া হয়েছে। দু’বছর আগে এই কৃষ্ণাঙ্গ মার্কিন অন্তঃসত্ত্বা অবস্থায় ট্রফি জিতে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন। অধুনা বিশ্বের পাঁচ নম্বর আর্জেন্টিনার খুয়ান মার্টিন দেল পোত্রো হাঁটুর চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেনে খেলছেন না।

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement