Sport News

দু’বছর আগের জোকোভিচকে দেখতে পাচ্ছি

ছেলেদের বিভাগে এখন পর্যন্ত কোনও রকম চমক দেখিনি। প্রথম রাউন্ডে রাফায়েল নাদালকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ঠিকই, কিন্তু তার পরে কোনও সমস্যা হয়নি। নাদালকে দেখে খুব ফিট মনে হচ্ছে।

Advertisement

বরিস বেকার

শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ০৪:২৩
Share:

ছন্দে: নোভাকের খেলায় ফের পুরনো মেজাজ। ফাইল চিত্র

অন্যান্য বছরের তুলনায় এ বারের ফরাসি ওপেন অনেক মোহময় দেখাচ্ছে। রোলঁ গ্যারোজে এ রকম দর্শক আমি আগে দেখিনি। আবহাওয়াও দারুণ যাচ্ছে। সংগঠকরা নিশ্চয়ই খুশি হবেন এই দেখে যে, সারা দিন আবহাওয়া ঝকঝকে থাকছে আর সন্ধের পরে ঝড়-বৃষ্টি হচ্ছে। ঈশ্বরকে ধন্যবাদ, উল্টোটা নয়।

Advertisement

ছেলেদের বিভাগে এখন পর্যন্ত কোনও রকম চমক দেখিনি। প্রথম রাউন্ডে রাফায়েল নাদালকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হয়েছিল ঠিকই, কিন্তু তার পরে কোনও সমস্যা হয়নি। নাদালকে দেখে খুব ফিট মনে হচ্ছে। আরও একটা ফরাসি ওপেন খেতাব জেতার দিকে এগোচ্ছে ও। আমার নজর আছে সাশা জেরেভের ওপরও। প্রথম সপ্তাহে দু’টো কঠিন ম্যাচ খেলতে হয়েছে এই তরুণ জার্মানকে। তবে পরের ম্যাচের আগে এক দিন বিশ্রাম পেয়ে যাচ্ছে জেরেভ। এতে ওর সুবিধাই হবে। একটা ম্যাচ পিছিয়ে যাওয়ার কারণে ওর প্রতিপক্ষকে টানা ম্যাচ খেলে কোর্টে নামতে হবে। ডমিনিক থিমও ঠিকঠাকই এগোচ্ছে। ট্রফি জয়ের প্রথম চার দাবিদারের মধ্যে ওর নাম অবশ্যই আছে।

অন্য যে খেলোয়াড়ের ওপর আমার নজর আছে, তার নাম হল নোভাক জোকোভিচ। নোভাকের খেলায় আমি সেই শারীরিক ক্ষমতার ছাপ এবং গ্রাউন্ডস্ট্রোক দেখতে পাচ্ছি, যা দু’বছর আগে ওকে ফরাসি ওপেন জিতিয়েছিল। আমি জানি, অনেক বিশেষজ্ঞই মনে করছে, নোভাকের মধ্যে সেই খিদে এবং দায়বদ্ধতা দেখা যাচ্ছে না। আমি কিন্তু তা মনে করি না। নোভাককে খুব ভাল করেই চিনি আমি। তাই নিশ্চিত করে বলতে পারি, জেতার খিদেটা না থাকলে ও কখনই কোর্টে নামত না। প্রতিটা ম্যাচেই উন্নতি করে চলেছে। ওর সেরা খেলাটা অল্প সময়ের মধ্যেই কিন্তু দেখতে পাওয়া যাবে।

Advertisement

আরও এক জন প্রচারের আড়ালে এগিয়ে চলেছে। খুয়ান মার্তিন দেল পোত্রো। এই আর্জেন্তাইনকে দেখে মনে হচ্ছে, চমৎকার ছন্দে আছে। কোর্ট যখন পুরোপুরি শুকনো থাকছে, তখন ওকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে।

মেয়েদের বিভাগ নিয়ে একটা কথা বলার আছে। দেখে অবাক হলাম যে সিমোনা হালেপকে ১৮ নম্বর কোর্টে খেলতে হল। শীর্ষ বাছাইকে বাইরের কোর্টে খেলতে হচ্ছে, এটা কিন্তু সচারচর দেখা যায় না। সিমোনাকে নিয়ে বলব, ওর সময় এসে গিয়েছে। গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নের মুকুট পরার জন্য ও তৈরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement