তৃপ্ত: অস্ট্রেলীয় ওপেন ট্রফি নিয়ে মেলবোর্ন বোটানিক্যাল গার্ডেনে নোভাক জোকোভিচ। সোমবার। গেটি ইমেজেস
একটা সময় শারীরিক ও মানসিক উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। সেই দুঃসময় অতিক্রম করে নোভাক জোকোভিচ এখন ছুটছেন সাফল্যের সরণি বেয়ে।
রবিবার অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে রাফায়েল নাদালকে উড়িয়ে সপ্তম অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতেছেন জোকোভিচ। সোমবার মেলবোর্ন বোটানিক্যাল গার্ডেনে ট্রফি-সহ ফটোসেশনে গিয়েছিলেন এই সার্বিয়ান টেনিস তারকা। সেখানেই তিনি বলেন, ‘‘নতুন ভাবে শক্তি অর্জন করে, পরবর্তী লড়াইয়ের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।’’
ট্রফি-সহ জোকোভিচকে দেখতে সোমবার বোটানিক্যাল গার্ডেনে ভিড় জমিয়েছিলেন টেনিসপ্রেমীরা। সেখানেই জোকোভিচ বলেন, ‘‘গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় প্রত্যাশা, আবেগ ও উত্তেজনা জড়িয়ে থাকে। গত তিন সপ্তাহে প্রচুর মানসিক ও শারীরিক পরিশ্রম হয়েছে। আপাতত তার থেকে সাময়িক মুক্তি।’’
গত বছর উইম্বলডন থেকেই ছন্দে ফেরেন জোকোভিচ। উইম্বলডন ও যুক্তরাষ্ট্র ওপেনের পরে এ বার অস্ট্রেলিয়া ওপেনে জয়ের ফলে ১৫ টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেললেন তিনি। এ বার তাঁর লক্ষ্য মে মাসে ফরাসি ওপেন জেতা। জোকোভিচ বলছেন, ‘‘অতীতে নিজের উপর চাপ সৃষ্টি করে অনেক ফাইনালে হেরেছি। ২০১৬ সালে ফরাসি ওপেন জিতেছিলাম। সেই অভিজ্ঞতা দারুণ। এ বারও লক্ষ্য ফরাসি ওপেন। আমি এখন অভিজ্ঞ।’’