নোভাক জোকোভিচ ফাইল চিত্র
ফরাসি ওপেন অতীত হয়ে গিয়েছে। এর মধ্যেই ক্যালেন্ডারের পাতা উল্টে ফেলেছেন। এখন নোভাক জোকোভিচের লক্ষ্য উইম্বলডন।
আর একটি গ্র্যান্ড স্ল্যাম জিততে পারলেই রজার ফেডেরার ও রাফায়েল নাদালের মতো জোকোভিচেরও ২০ টি গ্র্যান্ড স্ল্যাম জেতা হয়ে যাবে। তবে প্রথম রাউন্ডেই তাঁর খেলা জ্যাক ড্র্যাপারের বিরুদ্ধে। অজানা ব্রিটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে নামার আগে কিছুটা সতর্ক জোকোভিচ। ড্র্যাপারের ব্যাপারে ইটালিয়ান টেনিস খেলোয়াড় জানিক সিনারের থেকে খোঁজ খবর নিয়েছেন জোকোভিচ। সিনারের সঙ্গেই শনিবার অনুশীলন করছিলেন জোকার। তিনি বলেন, ‘‘ক্যুইন্স ওপেনে সিনারকে হারিয়েছিল ড্র্যাপার। তাই সিনারের সঙ্গে যখন অনুশীলন করছিলাম, তখন ড্র্যাপারের ব্যাপারে ওর থেকে কিছুটা জেনেছি। কোনও সন্দেহ নেই, ড্র্যাপারের পেছনে অনেক সমর্থন থাকবে।’’
৩৪ বছর বয়সী বিশ্বের এক নম্বর টেনিস তারকা গ্র্যান্ড স্ল্যাম ও মাস্টার্স প্রতিযোগিতা ছাড়া খেলছেন না। জোকোভিচ বলেন, ‘‘গ্র্যান্ড স্ল্যাম আমার কাছে সবচেয়ে বড় অনুপ্রেরণা। এই বয়সে এসে সব গ্র্যান্ড স্ল্যাম জেতার চেষ্টা করি। সেই কারণে অন্যান্য প্রতিযোগিতায় খুব বেশি খেলছি না। গত দেড় বছরে আমি যে ভাবে খেলেছি, সেই ভাবেই আমার খেলোয়াড় জীবনের শেষ পর্যন্ত খেলতে চাই।’’
ফরাসি ওপেনে দারুণ জয় পেলেও উৎসব করার সময় পাননি তিনি। গত বারের চ্যাম্পিয়ন জোকোভিচ বলেন, ‘‘আমি ক্যালেন্ডারের পাতা উল্টে নিয়েছি। এখন লক্ষ্য উইম্বলডন। সাত বছর বয়স থেকে স্বপ্ন দেখতাম একদিন উইম্বলডন চ্যাম্পিয়ন হব। তাই বারবার এখানে জিততে চাই।’’