হুঙ্কার: উইম্বলডনের প্রথম রাউন্ডে জেতার পরে জোকোভিচ। ছবি: রয়টার্স।
গত বারের চ্যাম্পিয়ন হিসেবে সেন্টার কোর্টে উইম্বলডন অভিযান প্রত্যাশা অনুযায়ী শুরু করলেন নোভাক জোকোভিচ। বিশ্বের ৫৭ নম্বর জার্মানির ফিলিপ কোলস্রাইবারের বিরুদ্ধে জোকোভিচ জিতলেন ৬-৩, ৭-৫, ৬-৩।
তবে, প্রথম রাউন্ডে অঘটনও দেখা গেল সোমবার। মেয়েদের সিঙ্গলসে ছিটকে গেলেন দ্বিতীয় বাছাই নেয়োমি ওসাকা। তাঁকে হারান কাজাখস্তানের উলিয়া পুতিনসেভা। ফল ৭-৬ (৭-৪), ৬-২। পুরুষদের সিঙ্গলসে ষষ্ঠ বাছাই আলেকজান্ডার জেরেভ ও সপ্তম বাছাই স্তেফানোস চিচিপাস হারলেন প্রথম রাউন্ডেই। অবাছাই ইটালির থমাস ফাবিয়ানো পাঁচ সেটের লড়াইয়ে চিচিপাসকে হারান ৬-৪, ৩-৬, ৬-৪, ৬-৭ (৮-১০), ৬-৩। আর এক অবাছাই জিরি ভেসেলি উঠতি জার্মান তারকা জেরেভের স্বপ্ন ভেঙে দেন ৪-৬, ৬-৩, ৬-২, ৭-৫। ভারতীয় সমর্থকদেরও হতাশ হতে হল এ দিন। ১৫ নম্বর বাছাই মিলোস রাওনিচের বিরুদ্ধে প্রথম রাউন্ডে ছিটকে গেলেন প্রজ্ঞেশ গুণেশ্বরন। ফল ৬-৭ (১), ৪-৬, ২-৬।
উইম্বলডনের আগে কোনও প্রস্তুতি প্রতিযোগিতায় না নামা জোকোভিচকে দ্বিতীয় রাউন্ডে উঠতে অবশ্য কিছুটা ঘাম ঝরাতে হল। জোকোভিচের প্রথম সার্ভিস গেম কোলস্রাইবার ভেঙে দেন। এর পরে আবার একই ঘটনা ঘটে দ্বিতীয় সেটের প্রথম গেমেও। তাতেও অবশ্য টলানো যায়নি চার বারের চ্যাম্পিয়নের উইম্বলডনের প্রথম রাউন্ডে অপরাজিত থাকার রেকর্ড (১৫-০)। ৩৬টি উইনার এবং ১২টি এসের সাহায্যে দু’ঘণ্টা দু’মিনিটের লড়াইয়ে জোকোভিচ যখন দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত করলেন, তাঁর কোচিং দলে আরও একটা নতুন মুখ দেখা গেল— গোরান ইভানিসেভিচ।
উইম্বলডনে জোকোভিচের অনুশীলনের সময় প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন ইভানিসেভিচকে দেখা গিয়েছিল। এর পরে সার্বিয়ার মিডিয়া জানায়, উইম্বলডনে সাহায্য করার জন্য ইভানিসেভিচকে প্রস্তাব দিয়েছিলেন জোকোভিচকে নিজেই। তাতে খুশি হয়ে সম্মতি দেন ক্রোয়েশিয়ার প্রাক্তন তারকা। ‘‘কোচ হিসেবে এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। কোচ বাছার ক্ষেত্রে নোভাক খুব খুঁতখুঁতে। তা ছাড়া মারিয়ান ভায়েদাও কোচিং দলে থাকায় আরও খুশি হয়েছি,’’ ইভানিসেভিচ সার্বিয়ার মিডিয়াকে জানান। ইভানিসেভিচ থাকলেও জোকোভিচের প্রধান কোচের দায়িত্বে থাকছেন মারিয়ান ভায়েদাই।
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।