Novak Djokovic

রাফাকে হারিয়ে ট্রফি আবেগরুদ্ধ জোকোভিচের

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০৪:৪০
Share:

প্রতিদ্বন্দ্বী: নাদালকে হারানোর পরে সান্ত্বনা জোকোভিচের। রবিবার। টুইটার

অস্ট্রেলীয় ওপেনের আগে ছন্দ ও আত্মবিশ্বাসের দিক থেকে অনেকটা এগিয়ে গেলেন নোভাক জোকোভিচ। রবিবার ফাইনালে সিঙ্গলসে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এক নম্বর রাফায়েল নাদালকে হারানোর পাশাপাশি ডাবলসেও জয় ছিনিয়ে নেন তিনি। যে জোড়া জয়ে সার্বিয়াকে প্রথম এটিপি কাপে চ্যাম্পিয়ন করলেন বিশ্বের দু’নম্বর জোকোভিচ। রানার্স নাদালের দেশ স্পেন।

Advertisement

ডাবলসে ভিক্টর ট্রয়িস্কির সঙ্গে জুটি বেঁধে জোকোভিচ ৬-৩, ৬-৪ হারান স্পেনের পাবলো ক্যারেনো বুস্তা ও ফেলিসিয়ানো লোপেজকে। তবে প্রথম সেটে এক সময় জোকোভিচ-ট্রয়িস্কি ১-৩ পিছিয়ে গিয়েছিলেন। এর পরে টানা সাতটি গেম জিতে জোকোভিচ ম্যাচ জেতানোর পরে সার্বিয়ার দলের সদস্যরা কোর্টে তাঁকে নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন। ‘‘এই জয় কোনও দিন ভুলব না। আমার খেলোয়াড় জীবনের অন্যতম উজ্জ্বল মূহূর্ত হয়ে থাকবে এটা,’’ চ্যাম্পিয়ন হওয়ার পরে বলেন জোকোভিচ। এ ভাবে দেশকে আরও একটা খেতাব দেওয়ার পরে আবেগপ্রবণ হয়ে পড়ে জোকোভিচ আরও বলেছেন, ‘‘আমি ভাগ্যবান যে, গত ১৫ বছর ধরে দারুণ খেলোয়াড় জীবন গড়ে তুলতে পেরেছি। কিন্তু দীর্ঘ দিনের বন্ধুদের সঙ্গে দেশের হয়ে, দল হিসেবে খেলার সঙ্গে কিছুর তুলনা হয় না। এটা বিশেষ একটা মুহূর্ত।’’

এ দিন ফাইনালে প্রথম সিঙ্গলস ম্যাচে রবের্তো বাউতিস্তা আগুত ৭-৫, ৬-১ গেমে সার্বিয়ার দুসান লাজোভিচকে হারিয়ে ১-০ এগিয়ে দিয়েছিলেন স্পেনকে। এর পরে জোকোভিচ দ্বিতীয় সিঙ্গলসে ৬-২, ৭-৬ (৪) গেমে নাদালকে হারিয়ে সমতা ফেরান। ফলে খেলা গড়ায় ডাবলসে। কিন্তু স্পেন এই ম্যাচে নাদালকে নামায়নি। নাদাল পরে বলেন, ‘‘গত কয়েক দিন ধরে টানা খেলে আসছি। আমার সতীর্থেরা আগের দিন দুরন্ত খেলেছে। আমার দম যে রকম থাকে আজ ছিল না। কারণ, গত কাল, তার আগের দিন, তারও আগের দিন পার্‌থে দীর্ঘক্ষণ কোর্টে লড়াই করতে হয়েছে আমাকে।’’ জোকোভিচের বিরুদ্ধে হারা নিয়ে নাদালের মন্তব্য, ‘‘হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমার কাছেও সুযোগ ছিল এগিয়ে যাওয়ার। হেরে অবশ্যই খারাপ লাগছে। তবে দ্বিতীয় সেটে যে ভাবে ঘুরে দাঁড়িয়েছি তাতে খুশি।’’

Advertisement

নাদালের বিরুদ্ধে নামার আগে জোকোভিচ মুখোমুখি লড়াইয়ে ২৬-২৮ পিছিয়ে ছিলেন। কিন্তু গত ১২ বারের লড়াইয়ে নাদালকে ৯ বারই হারিয়েছেন জোকোভিচ। যার মধ্যে গত বার অস্ট্রেলীয় ওপেনের ফাইনালে সহজ জয়ও রয়েছে। ‘‘রাফার সঙ্গে যত বারই কোর্টে মুখোমুখি হয়েছি, দারুণ লড়াই হয়েছে। এই ম্যাচেও কয়েকটা দুরন্ত শট খেলেছি আমরা,’’ বলেন জোকোভিচ। শুধু ফাইনালে জয়ের জন্যই নয়, যে ভাবে গোটা প্রতিযোগিতায় সার্বিয়া দর্শকদের সমর্থন পেয়েছে তাতে উচ্ছ্বসিত জোকোভিচ। তিনি বলেন, ‘‘টেনিস কোর্টে এ রকম পরিবেশ আমি দেখিনি। দর্শকদের সমর্থনের জন্যই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এ জন্য অনেক-অনেক ধন্যবাদ দর্শকদের প্রাপ্য।’’ জোকোভিচের সতীর্থ ও ডাবলস সঙ্গী ট্রয়িস্কি বলেন, ‘‘আবার আমার সঙ্গে খেলার জন্য নোভাককে ধন্যবাদ। ন’দশ বছর বয়স থেকে নোভাকের সঙ্গে খেলছি। এ রকম একটা মুহূর্ত ওর সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। এই অভিজ্ঞতা কোনও দিন ভুলব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement