যেন বাড়িতে ফিরলাম, জিতে বললেন জোকার

সোমবার জোকোভিচের খেলায় পুরনো ছন্দের ঝলক দেখা গেল। সবচেয়ে বড় কথা স্ট্রেট সেটে তিনি দ্বিতীয় রাউন্ডে উঠলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০৪:১৬
Share:

প্রত্যাবর্তন: ফরাসি ওপেনে দ্বিতীয় রাউন্ডে ওঠার পরে জোকোভিচ। ছবি: রয়টার্স

রজার ফেডেরার খেলছেন না। তাই ১১ নম্বর ফরাসি ওপেন জয়ের লক্ষ্যে নামা রাফায়েল নাদালের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছে নোভাক জোকোভিচকে। দেখার ছিল চোটের ধাক্কা কাটিয়ে নামা সার্বিয়ান তারকা প্রথম রাউন্ডে কী রকম খেলেন।

Advertisement

সোমবার জোকোভিচের খেলায় পুরনো ছন্দের ঝলক দেখা গেল। সবচেয়ে বড় কথা স্ট্রেট সেটে তিনি দ্বিতীয় রাউন্ডে উঠলেন। যদিও প্রাক্তন বিশ্বসেরা জোকোভিচকে প্রথমেই চমকে দেন বাছাই পর্ব পেরিয়ে নামা তাঁর প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের রোজারিও দুতরা সিলভা। বিশ্বের ১৩৪ নম্বর দুতরা প্রথম সার্ভিস গেম ভেঙে দেন জোকোভিচের। অবশ্য তার বেশি আর প্রথম সেটে দুতরাকে এগোতে দেননি জোকোভিচ। তিনি জেতেন ৬-৩, ৬-৪, ৬-৪। ২০১৬ ফরাসি ওপেনের পরে আর কোনও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি জোকোভিচ। তাই সোমবারের জয়ের পরে তাঁকে অনেকটা স্বস্তিতে দেখাল। বলে দিলেন, ‘‘এখানে নামলে সব সময়ই বিশেষ একটা অনুভূতি হয়। ম্যাচটা জিতে মনে হল যেন বাড়িতে ফিরলাম।’’জোকার জিতলেও নাদালের খেলা সোমবার শেষ হল না। বৃষ্টির জন্য তৃতীয় সেটের মাঝপথে খেলা বন্ধ হয়ে যায়। সাইমন বোলেল্লির বিরুদ্ধে নাদাল তখন দু’সেটে এগিয়ে। তৃতীয় সেটে অবশ্য খেলা বন্ধ হওয়ার সময় নাদাল ০-৩ পিছিয়ে ছিলেন।

এ ছাড়া রোলঁ গ্যারোজে সোমবারও অঘটন অব্যাহত। মেয়েদের সিঙ্গলসে প্রথম দিনই ভিনাস উইলিয়ামস ও গত বারের চ্যাম্পিয়ন ইয়েলেনা অস্তাপেঙ্কো ছিটকে গিয়েছিলেন। এ বার পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে হারলেন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা। স্পেনের গেলেরমো লোপেজের বিরুদ্ধে পাঁচ সেটের লড়াইয়ের পরে সুইৎজারল্যান্ডের তারকা এবং প্রাক্তন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা হারলেন ২-৬, ৬-৩, ৬-৪, ৬-৭(৫), ৩-৬। পাশাপাশি মেয়েদের সিঙ্গলসে হেরেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও।

Advertisement

হারের পরে সেরিনা উইলিয়ামসকে বাছাই করা নিয়ে নিজের আপত্তি জানিয়ে দিলেন আজারেঙ্কা। কেন মার্কিন তারকাকে ফরাসি ওপেনে বাছাই করা হল না এই প্রশ্ন তুলেছেন অনেকে। তবে প্রাক্তন বিশ্বসেরা আজারেঙ্কা মনে করেন শুধু সেরিনার এই সুবিধে পাওয়া উচিত নয়। মা হওয়ার পরে কোর্টে যাঁরা ফিরছেন তাদের মধ্যে যাঁরা বাছাই হওয়ার যোগ্য তাঁদের সবাইকেই এই সুবিধা দেওয়া উচিত। গত মরসুমে আজারেঙ্কাও মা হওয়ার পরে বেশ কয়েক মাস কোর্টে নামতে পারেননি। তবু উইম্বলডনে তাঁকে বাছাই করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement