স্মিথ চাইলেও এখনই রাজি নন ল্যাঙ্গার। —ফাইল চিত্র
অধিনায়ক হিসেবে ফিরতে চেয়েছিলেন স্টিভ স্মিথ। এখনই তা হচ্ছে না, স্পষ্ট জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। বল বিকৃতি কাণ্ডের পর দলে ফিরলেও অধিনায়কত্বের ওপর ২ বছরের নিষেধাজ্ঞা ছিল স্মিথের। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর নেতৃত্ব ফিরে পেতে চেয়েছিলেন স্মিথ।
ল্যাঙ্গার বলেন, “আমাদের দারুণ ২ অধিনায়ক রয়েছে ২ ধরনের ক্রিকেটে। সামনে অ্যাশেজ এবং টি২০ বিশ্বকাপ। ভবিষ্যৎ বেশ ভাল দেখাচ্ছে। টেস্টে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেন এবং সাদা বলের ক্রিকেটে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সংবাদমাধ্যম যতই বলুক অধিনায়কের জন্য কোনও শূন্যপদ নেই।”
সোমবার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্মিথ বলেন, “অস্ট্রেলিয়াকে আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে আমি রাজি। ক্রিকেট অস্ট্রেলিয়া যদি মনে করে এটা আমাকে দায়িত্ব দেওয়ার সেরা সময়, তবে আমার সমস্যা নেই। আমি আগ্রহী।” ল্যাঙ্গার এখনই রাজি নন তা জানিয়ে দিয়েছেন কয়েক ঘণ্টার মধ্যেই।