হতাশ: এ বার মেসির সঙ্গে খেলা হচ্ছে না নেমারের। ফাইল চিত্র
শেষ পর্যন্ত প্যারিস সাঁ জারমাঁতেই (পিএসজি) থেকে যেতে হল নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে। লিয়োনেল মেসির ছায়া থেকে বেরিয়ে নিজেকে ফুটবল দুনিয়ায় আরও বড় জায়গায় নিয়ে যেতে রেকর্ড অঙ্কে প্যারিসের ক্লাবে সই করেছিলেন এই ব্রাজিলীয় তারকা। কিন্তু নানা কারণে, বিশেষ করে গত মরসুমে তিনি তেমন কিছু করতে পারেননি। হয়তো পরে উপলব্ধি করেছিলেন, জীবনের সেরা সময়টা নষ্ট হয়ে যাচ্ছে পিএসজিতে। তাই এই মরসুমে আবার বার্সেলোনায় ফিরতে মরিয়া হয়ে উঠেছিলেন। মেসিরও ইচ্ছে ছিল তাঁকে ফেরানোর। আর্জেন্টাইন মহাতারকার ইচ্ছেকে মর্যাদা দিতেই বার্সাও নানা ভাবে তাঁকে সই করানোর চেষ্টা করেছিল। কিন্তু স্পেনের ক্লাবের দেওয়া শর্ত পছন্দ না হওয়া পিএসজি শেষ পর্যন্ত তাঁকে ছাড়ল না। তাই থোমাস টুহেলের কোচিংয়ে এই মরসুমেও নেমারকে অপেক্ষাকৃত কম জনপ্রিয় ফরাসি লিগ ওয়ানেই খেলতে হবে।
সোমবার, ২ সেপ্টেম্বরই ছিল ইউরোপের দলবদলের শেষ দিন। অনেক চেষ্টা করেও অল্প সময়ের মধ্যে বার্সা পারল না পিএসজিকে রাজি করাতে। স্পেনের ক্লাবের মূল সমস্যা ছিল অর্থনৈতিক। আতলেতিকো দে মাদ্রিদ থেকে আঁতোয়া গ্রিজ়ম্যান এবং আয়াখ্স আমস্টারডাম থেকে ফ্রেঙ্কি দে জংকে নিতেই প্রচুর খরচ করে ফেলেছিল বার্সা। তাই তারা চেয়েছিল তিন জন ফুটবলারকে পিএসজিতে দিয়ে অপেক্ষাকৃত কম দরে নেমারকে ফেরাতে। কিন্তু শেষ পর্যন্ত বার্সার প্রস্তাবিত টাকার অঙ্ক পছন্দ হয়নি প্যারিসের ক্লাবের।