বিতর্ক: রিয়োর পুলিশের কাছে হাজিরা নেমারের। শুক্রবার। রয়টার্স
নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-এর দুঃসময় অব্যাহত। প্যারিসের হোটেলে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক ব্রাজিলীয় তরুণী। যার জেরে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড সংস্থা ইতিমধ্যেই তাদের বিজ্ঞাপনে নেমারের ছবি ব্যবহার বন্ধ করেছে। ধাক্কা সামলে ওঠার আগেই বিপর্যয়। প্রস্তুতি ম্যাচে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন কোপা আমেরিকা থেকে। এ বার তাঁকে জবানবন্দি নথিভুক্ত করাতে হাজিরা দিতে হল রিয়ো দে জেনেইরোর থানায়!
শুক্রবার ক্রাচে ভর দিয়ে থানায় যান নেমার। সঙ্গে ছিলেন আইনজীবী। পরে সংবাদমাধ্যমকে ব্রাজিলীয় তারকার আইনজীবী বলেন, ‘‘কিছু কিছু ব্যাপারে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা দূর করার চেষ্টা করেছেন নেমার। ওঁ যে নির্দোষ তা দ্রুত প্রমাণ করতে পারব।’’ শুক্রবার থানার বাইরে নেমারের বহু ভক্ত অপেক্ষা করেছিলেন। তাঁদের উদ্দেশে ব্রাজিলীয় তারকার বার্তা, ‘‘আপনারা পাশে দাঁড়িয়েছেন। আমি কৃতজ্ঞ।’’
এ দিকে, নেমারের অস্বস্তি আরও বাড়াল তাঁর ক্লাব প্যারিস সাঁ জারমাঁ। জানিয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে নেমারের চোটের পুনর্মূল্যায়ন করবে ক্লাবের মেডিক্যাল টিম। তার পরেই রিহ্যাবের পরিকল্পনা করা হবে।