কলম্বিয়া ম্যাচের সেই বিতর্কিত মুহূর্ত। ছবি: এএফপি।
বিশ্বকাপে কলম্বিয়া ম্যাচে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেনে বাকি টুর্নামেন্ট থেকে। আর এ বার সেই কলম্বিয়া ম্যাচেই মারপিট করে ছিটকে গেলেন কোপা আমেরিকা থেকে। ওই ম্যাচে গণ্ডগোল করার জেরে পরবর্তী চার ম্যাচের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছে। ফলে কোপা আমেরিকা থেকেই ছিটকে গেলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন।
বুধবার রাতে কলম্বিয়ার সঙ্গে গ্রুপ লিগের ম্যাচে চেনা ছন্দে ছিলেন না নেইমার। সেরা তারকা ছন্দ হারানোয় খেলা থেকে হারিয়ে যায় ব্রাজিলও। হামেসদের মুহূর্মুহূ আক্রমণে কেঁপে যায় সাম্বা ডিফেন্স। ফর্মের ধারেকাছে না থাকা নেইমারকে প্রথম থেকেই চাপে রেখেছিল জুনিগাদের ডিফেন্স। চোরাগোপ্তা মারের সঙ্গে চলছিল কড়া ট্যাকেলও। আর এতেই মেজাজ হারান নেইমার। ম্যাচের শেষে বিপক্ষের ফুটবলারদের সঙ্গে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। ফুটবলারদের গালিগালাজ দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। সঙ্গে সঙ্গেই তাঁকে লালকার্ড দেখান রেফারি। পরে জানা যায়, দু’ম্যাচ সাসপেন্ড করা হয়েছে ব্রাজিলের ওয়ান্ডার কিডকে। ব্রাজিল সমর্থকদের স্বস্তি দিয়ে সেই শাস্তিও কমে এক ম্যাচ করা হবে বলে শোনা যাচ্ছিল। এ দিন কিন্তু বদলে গেল ছবিটা। ফেডারেশনের তরফে জানানো হল, শাস্তি কমা তো দূর, উল্টে দুইয়ের বদলে চার ম্যাচের জন্য নির্বাসিত করা হবে তাঁকে। পাশাপাশি ১০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে তাঁকে। তবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি।
কোপায় এ বারে ব্রাজিলের যা পারফরম্যান্স, তাতে নেইমারের না থাকাটা বড় সমস্যা সৃষ্টি করবে বলেই মত বিশেষজ্ঞদের। কলম্বিয়া ম্যাচ হেরে কোপায় টিকে থাকতে পরবর্তী ম্যাচে জিততেই হবে ব্রাজিলকে। নেইমার না থাকায় কোপার নক আউটে ব্রাজিলকে নিয়ে যাওয়াই এখন দুঙ্গার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।