কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের হিমশিম খাইয়েছেন যাঁরা, সেই দুই ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চহাল এখন নিউজিল্যান্ড শিবিরেরও আতঙ্ক। এই স্পিন জুটিকে সামলানোই যে তাঁদের আসল কাজ, তা স্বীকার করতে বিন্দুমাত্র দ্বিধা নেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম ল্যাথামের।
বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতানোর পরে ল্যাথামের মুখে এমনই কথা শোনা গেল। নিউজিল্যান্ড শিবিরে যে এখন লাগাতার এই দু’জনের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখা চলছে, তাও জানিয়ে দিলেন ল্যাথাম। ভারতের বোর্ড প্রেসিডেন্ট দলকে ৩৩ রানে হারানোর পরে এ দিন ল্যাথাম সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের ফোকাস এখানে স্পিনারদের উপরই থাকবে। পেসারদের চেয়েও বেশি হোম ওয়ার্ক করছি স্পিনারদের নিয়ে। তাদের বল সামলে কী ভাবে রান তুলতে হবে, সেই নিয়েই ভাবছি আমরা। এখানে খেলতে এসে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’
ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩৪৩ রান তোলে ন’উইকেট হারিয়ে। ল্যাথাম ৯৭ বলে ১০৮ রান করেন ও রস টেলর ৮৩ বলে ১০২ রান করেন। এই দু’জনের ইনিংসই নিফজিল্যান্ডকে বিশাল রান এনে দেয়। জয়দেব উনাদকট চার উইকেট ও কর্ণ শর্মা দু’টি উইকেট নেন। বোর্ড দলের দুই বাঁহাতি বোলার ও লেগ স্পিনার কর্ণের বিরুদ্ধে তাঁদের প্রস্তুতি ভাল হয়েছে বলে জানান ল্যাথাম। বলেন, ‘‘আজ দু’জন বাঁহাতি বোলার ও একজন লেগস্পিনারের বিরুদ্ধে আমরা ভাল প্র্যাকটিস পেয়েছি। আসন্ন সিরিজের আগে আমাদের যা যা দরকার, তা আমরা এই ম্যাচ থেকেই পেয়ে গিয়েছি। প্রস্তুতির বাকিটুকু আমাদের ভিডিও ফুটেজ, ভিডিও অ্যানালিসিস থেকে সারতে হবে আমাদের।’’
পরে ব্যাট করে বোর্ড দল ৩১০ রানে অল আউট হয়ে যায়। ওপেনার করুণ নায়ার ৫৩ ও গুরকিরাত সিংহ ৬৫ রান করেন। শেষে ব্যাট করতে নেমে উনাদকট ২৪ হলে ৪৪ রান করলেও লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি দলকে। এ দিন দলের এগারোজনকে দিয়ে বোলিং করান কেন উইলিয়ামসন। মিচেল স্যান্টনার তিন উইকেট নেন। উনাদকট বলেন, ‘‘এই স্তরেও যে ভাল ব্যাটিং করতে পারছি, এটা আমার কাছে বড় ব্যাপার। এই ম্যাচের পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল।’’
সাধারণত ওপেন করতে নামা ল্যাথাম এ দিন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন। কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা মানসিকতা তৈরির জন্যই পরের দিকে নামলে চাপটা অনেক বেশি নিতে হয়। বল পুরনো হয়ে গেলে যে ব্যাটিংটা দরকার, তার প্রস্তুতি নিতেই আমার পরে নামা।’’ নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নামবেন কলিন মুনরো। সেই নিয়ে ল্যাথাম বলেন, ‘‘কলিন শুরুতেই ব্যাট করতে নেমে ঝড় তুলতে পারে। যার ফলে বিপক্ষ চাপে পড়ে যায়। এর মতো বিধ্বংসী ব্যাটসম্যান আমাদের ওপেনার হওয়াটা আমাদের কাছে একটা সুবিধার ব্যাপার।’’