কোহলীদের সঙ্গেই যেতে পারেন কেন। ফাইল ছবি
আইপিএল-এর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেই ইংল্যান্ডে যেতে পারেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সে দেশের ক্রিকেটার সংগঠনের প্রধান এমন সম্ভাবনার কথাই উসকে দিয়েছেন। জানিয়েছেন, কড়া নিভৃতবাসের নিয়মের জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন, মিচেল স্যান্টনার-সহ ১০ জন ক্রিকেটার এবারের আইপিএল-এ খেলছেন। ইতিমধ্যেই বিশ্ব টেস্ট ফাইনালের জন্যে ২০ সদস্যের দলের কথা ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ১৮ জুন ফাইনাল শুরু হওয়ার আগে যা নামিয়ে আনা হবে ১৫ জনে।
ক্রিকেটার সংগঠনেক প্রধান হিথ মিলস বলেছেন, “ওদের দেশে ফেরা কঠিন। এখানে দু’সপ্তাহের নিভৃতবাস কাটিয়ে আবার ইংল্যান্ডে যাওয়া মুশকিল। তাই রাউন্ড-রবিন বা ফাইনাল ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ওরা ভারতেই থাকবে।”
মিলসের সংযোজন, “যাতায়াতের সমস্যাও একটা অন্যতম কারণ। বেশি বিমান নেই। যারা ইংল্যান্ডে যাবে তারা ছাড়াও অনেকে দেশে ফিরবে। তাদের জন্য আয়োজন করতে হবে। আইসিসি এবং বিসিসিআই-এর সঙ্গে সর্বদা যোগাযোগ রেখে চলেছে নিউজিল্যান্ড ক্রিকেট।”
মিলস জানিয়েছেন, ভারতের কোভিড পরিস্থিতি নিয়ে তাঁদের ক্রিকেটাররাও আতঙ্কিত। তবে এখনই ক্রিকেটারদের দেশে ফেরানোর কোনও ভাবনাচিন্তা তাঁদের নেই।