নিউজিল্যান্ডের দ্বিতীয় জয়, এবার শিকার অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ডের জয়ের ধারা চলছেই। ভারতকে হারানোর পর এবার কিউইদের শিকার অস্ট্রেলিয়া। ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তাদের প্রতিবেসি দেশ। শুক্রবার ধর্মশালায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইলিয়ামসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ২১:০৪
Share:

নিউজিল্যান্ডের জয়ের ধারা চলছেই। ভারতকে হারানোর পর এবার কিউইদের শিকার অস্ট্রেলিয়া। ৮ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল তাদের প্রতিবেসি দেশ। শুক্রবার ধর্মশালায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইলিয়ামসন। দুই ওপেনার মার্টিন গাপ্তিল ও কেন উইলিয়ামসন শুরুতেই তৈরি করে দেন দলের ভিত। ৩৯ রানে গাপ্তিল ও ২৪ রানে উইলিয়ামসন আউট হওয়ার পর নিউজিল্যান্ড ইনিংসের হাল ধরেন কলিন মুনরো ও লুক রোঁচি। নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে জোড়া উইকেট নেন ফকনার ও ম্যাক্সওয়েল। একটি করে উইকেট ওয়াটসন ও মার্শের।

Advertisement

জবাবে ব্যাট করতে নেমে লক্ষ্যে পৌঁছতে পারেননি ওয়াটসন, স্মিথরা। ওপেন করতে এসে ৩৮ রান করে রান আউট হন উসমান খোয়াজা। এটাই ব্যাক্তিগত সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার। আর এক ওপেনার শেন ওয়াটসন ১৩ রান করেই ফেরেন প্যাভেলিয়নে। পাঁচ ও ছয়ে ব্যাট করতে এসে ম্যাক্সওয়েলের ২২ ও মার্শের ২৪ রানের ইনিংস সাময়িক ভরসা দিলেও কাজের কাজ হয়নি। এছাড়া আর কারও ব্যাট থেকে বড় রান আসেনি। ২০ ওভারের শেষে ন’উইকেট হারিয়ে ১৩৪ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। তিন উিকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মিশেল ম্যাকক্লেনাঘান। দুটো করে উইকেট নেন অ্যান্ডারসন ও সাঁতনার। একটি উইকেট সোধির।

আরও খবর

Advertisement

মিতালিদের লক্ষ্য জয়, সানাদের অস্তিত্ব রক্ষার লড়াই

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement