Cricket

তৃতীয় ম্যাচে পাঁচ রানে হার, নিউজিল্যান্ড থেকে সিরিজ হেরে ফিরছে ভারত এ

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন পৃথ্বী শ’রা। পৃথ্বী ও গায়কোয়াড় ওপেনিং জুটিতে ৭৯ রান করেন। ব্যক্তিগত ৫৫ রানে পৃথ্বী শ আউট হন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৪:৫৭
Share:

কাজে এল না পৃথ্বী শ-র ইনিংস।

প্রথম ম্যাচ জিতলেও পরের দু’টি ম্যাচ হেরে নিউজিল্যান্ড এ-এর বিরুদ্ধে ১-২ ফলে সিরিজ হারল ইন্ডিয়া এ। রবিবার তৃতীয় ও সিরিজ নির্ণায়ক ম্যাচে কিউয়িরা ৫ রানে হারাল ভারত এ দলকে।

Advertisement

টস জিতে নিউজিল্যান্ড এ দলকে ব্যাট করতে পাঠায় ভারত। শুরুটা একদমই ভাল হয়নি কিউয়িদের। গত ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্কার। রবিবার মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন কিউয়ি ওপেনার।

আর এক ওপেনার রাচিন রবীন্দ্রকে মাত্র ১ রানে বোল্ড করেন ঈশান পোড়েল। মার্ক চ্যাপম্যানের অপরাজিত ১১০ রানের জন্য ৫০ ওভারের শেষে নিউজিল্যান্ড এ দল করে সাত উইকেটে ২৭০ রান। ঈশান পোড়েল নেন তিনটি উইকেট।

Advertisement

আরও পড়ুন: ধোনি অবসর নিলে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হবে, বলছেন কপিল

রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিলেন পৃথ্বী শ’রা। পৃথ্বী ও গায়কোয়াড় ওপেনিং জুটিতে ৭৯ রান করেন। ব্যক্তিগত ৫৫ রানে পৃথ্বী শ আউট হন। রুতুরাজ গায়কোয়াড় করেন ৪৪ রান। মিডল অর্ডারে ঈশান কিষাণ অপরাজিত ৭১ রান করলেও ম্যাচ বাঁচাতে পারেননি। অক্ষর পটেল ২৮ বলে ৩২ রান করলেও ৪৯.৪ ওভারে ভারত এ-র ইনিংস শেষ হয়ে যায় ২৬৫ রানে। নিউজিল্যান্ডের জ্যামিসন চার উইকেট নেন।

আরও পড়ুন: ভারতীয় টেল এন্ডারদের ব্যাটিং ভাল হওয়ার রহস্য ফাঁস করলেন লক্ষ্মণ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement