ঋষভ পন্থ। ছবি: এএফপি
ঋষভ পন্থের উইকেটকিপিং দক্ষতা নিয়ে যখন নানা প্রশ্ন উঠছে, তখন একটা সমাধানের কথা শোনা যাচ্ছে নির্বাচক মণ্ডলীর প্রধান এম এস কে প্রসাদের মুখে। সেই সমাধান হল, ঠিক হয়েছে এক জন বিশেষজ্ঞ উইকেটকিপিং কোচের কাছে প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠানো হবে পন্থকে।
এর আগে কিরণ মোরের কাছে প্রশিক্ষণ নিয়েছেন পন্থ। কিন্তু তাতে বিশেষ লাভ হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। সোমবার ভারতীয় দল নির্বাচনী বৈঠকের পরে সাংবাদিকদের প্রসাদ বলেন, ‘‘পন্থকে ওর উইকেটকিপিং ভাল করতে হবে। যে কারণে ওকে এক জন বিশেষজ্ঞ উইকেটকিপিং কোচের কাছে পাঠানো হবে।’’ সেই কোচ কে, তা অবশ্য এখনও জানা যায়নি।
পন্থের কিপিং বারবার কাঠগড়ায় উঠলেও ভারতীয় দল পরিচালন সমিতি অবশ্য এই তরুণের পাশেই থেকেছে। বিরাট কোহালি থেকে রোহিত শর্মা— সবাই চেষ্টা করেছেন সমালোচকদের থেকে পন্থকে আড়াল করতে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে পন্থের প্রশংসা। কিন্তু দল পরিচালন সমিতি এখন বুঝতে পারছে, পন্থকে আরও পরিশ্রম করতে হবে কিপার হিসেবে উন্নতি করার জন্য। যে কারণেই বিশেষজ্ঞ কোচের কথা বলা হচ্ছে বলে মনে করছেন অনেকে।