অনুশীলনের জার্সি পরে তরুণ ভারতীয় দল। ছবি: টুইটার থেকে
বিরাট কোহলীরা যখন ইংল্যান্ডের মাটিতে, তখন শ্রীলঙ্কা সফরে যাবে ভারতের একদিন এবং টি২০-র দল। শিখর ধওয়নের নেতৃত্বে বেশ কিছু নতুন মুখকে খেলতে দেখা যাবে এই সফরে। জিমে অনুশীলন করতে নামলেন তাঁরা। ভারতের জার্সি পেয়ে উচ্ছ্বসিত দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়ারা।
বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে জিমে অনুশীলন করতে দেখা গেল সাকারিয়াদের। সেখানেই নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। সাকারিয়া বলেন, “ঘর থেকে বেরনোর সময় বার বার নিজেকে দেখছিলাম। জার্সিটা পরে দারুণ লাগছে।” পাড়িক্কল বলেন, “এখানে এসে ভাল লাগছে। সবার সঙ্গে দেখা হল। বেশ ভাল একটা সেশন হল আজ।” তরুণ ওপেনারকে নিয়ে মজা করেন কৃষ্ণাপ্পা গৌতম। তিনি বলেন, “ওর সঙ্গে অনুশীলন করে বেশ ভাল লাগছে। তবে ওকে আরও বেশি ওজন তুলতে হবে।” বলে দু’জনেই হাসতে থাকেন।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা নীতিশ রানা বলেন, “খবরটা পাওয়ার পর থেকে অপেক্ষা করছিলাম কবে সবার সঙ্গে দেখা হবে, কবে এই জার্সিটা পাব।” টেস্ট খেলার জন্য কোহলী, রোহিত শর্মারা ইংল্যান্ডে থাকায় এই দলকে নেতৃত্ব দেবেন শিখর ধওয়ন। সুযোগ কাজে লাগানোর জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা।