Sports News

‘কখনও দেখিনি অস্ট্রেলিয়ার দু’জন স্পিনার একসঙ্গে এতটা ভাল খেলছে’

ভারতের বিশ্রী হারেও বিরাট কোহালির উপর ভরসা রাখার কথাই বলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এ বার অস্ট্রেলিয়ানদের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। অস্ট্রেলিয়ান স্পিনারদের জোড়া সাফল্যে রীতিমতো অবাক সৌরভ। দুই টেস্টে দুই স্পিনারের দাপটে জোড় ধাক্কা খেয়েছে ভারতীয় ব্যাটিং।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৭ ২১:৩১
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। -ফাইল চিত্র।

ভারতের বিশ্রী হারেও বিরাট কোহালির উপর ভরসা রাখার কথাই বলে এসেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর এ বার অস্ট্রেলিয়ানদের প্রশংসা শোনা গেল তাঁর গলায়। অস্ট্রেলিয়ান স্পিনারদের জোড়া সাফল্যে রীতিমতো অবাক সৌরভ। দুই টেস্টে দুই স্পিনারের দাপটে জোড় ধাক্কা খেয়েছে ভারতীয় ব্যাটিং। প্রথম টেস্টে দুই ইনিংস মিলে ১২ উইকেট নিয়েছিলেন স্টিভ ও’কিফ। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নাথান লিয়ঁর আট উইকেটের দাপটে একইভাবে মুখ থুবড়ে পড়েছে ভারতের ব্যাটিং লাইন আপ। একমাত্র লোকেশ রাহুলের ৯০ রানের ইনিংস ছাড়া আর কেউই ব্যাট হাতে ২০ রানও করতে পারেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে ৩৩৩ রানে হারের সঙ্গেই ১৯ ম্যাচে অপরাজিত থাকার ধারায় ছেদ পড়েছে। আর সবটার পিছনেই রয়েছে অস্ট্রেলিয়ান স্পিনারদের বোলিং। আর তারই প্রশংসা শোনা গেল সৌরভের মুখে। বলেন, ‘‘আমি কখনও দেখিনি অস্ট্রেলিয়ার দু’জন স্পিনারই একসঙ্গে ভারতকে চাপে রাখছে। ওরা সত্যিই খুব ভাল বল করছে।’’

Advertisement

আরও খবর: স্মিথ-রেনশকে এ ভাবেই মুখ ভেঙালেন ইশান্ত, দেখুন সেই ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement